কোনোদিন যদি মৃত্যু আসে আমার
গভীর রাতের অন্ধকারে মায়াবী জোছনায়
তখন আমি তাকে দাঁড় করিয়ে রাখবো
কিংবা,পেতে দেবো উঠোনে অপেক্ষার চেয়ার
নক্ষত্রের আলোদীপ দেবো জ্বালিয়ে
তারপর,শেষবারের জন্য তোমার ডানহাতে
হাঁটু গেড়ে বসে এঁকে দেবো চুম্বন
শান্ত মনে অবাক বিস্ময়ে হাসি
মুখে জড়িয়ে ধরবে তোমার বাহুডোরে
ইপ্সিত ইচ্ছের বাসনা ধুলোয় উড়িয়ে
ক্ষনিকের শেষ প্রেমটুকু দিয়ে পাড়ি
দেবো,তোমার অজান্তে মৃত্যুর হাত ধরে
পালকে চড়ে অনন্ত বাতাসে শেষবিদায় ।।
---------------
মো:- ৭০০১২৫৪৭০৪