শিরোনাম ~ "মূল্যবান দুহিতা"
কলমে ~ দেবযানী ঘোষাল
দু'ই কন্যা সন্তান জন্ম নিয়েছিলো এত সম্ভ্রান্ত পরিবারে l প্রথমাবস্থায় পিতার সরকারী সিভিল ইন্জিনিয়ার হয়ে সচ্ছলতার পরিচয় দিলেও , পরবর্তীতে নানান কারনে ভাটা পরে তাঁর আর্থিক অবস্থা l হাল ধরে স্ত্রী সংসারের l ইংরেজী মাধ্যমের ছাত্র ছাত্রী পড়িয়ে দু'ই মেয়েকে কনভেন্ট এডুকেটেড করেন l এবং একজনকে কম্পিউটার ইঞ্জিনিয়ার ও আর একজনকে চার্টার্ড এ্যাকাউন্টেন্ড বানান l বর্তমানে তারা এক মেয়ে কানাডা ও আর এক মেয়ে অস্ট্রিয়ার পাকা পোক্ত বাসিন্দা l হঠাতই ব্লাড ক্যানসারে মা মারা যান l তাই পিতা মেয়েদের সাথেই বিদেশে থাকেন l
আঠারো বছর দাম্পত্য জীবনে বহু চিকিৎসার পর জন্ম নেয় দু'ই যমজ কন্যা সন্তান l টেস্ট টিউব বেবি তারা l
বর্তমান ফাস্ট ফুড , চাকরি নিয়ে অনিয়ম খাওয়া দাওয়ার ভিত্তিতে নারী শরীরের বিশেষ জননাঙ্গ গুলি অনের ক্ষেত্রেই স্বাভাবিক সন্তানের জন্ম দিতে অপারগ lবাধ্য হয়েই জন্ম নেয় স্যারোগেটেড কন্যা সন্তান l
আজ মানুষের মন অনেক উন্নত l তাদের কাছে সম্তানই গুরুত্বপূূর্ন l নারী পুরুষের সমান ক্ষমতা l অনেক ক্ষেত্রেই পুরুষ যেটা পারে না , নারী নির্দিধায় করতে পারে l অনেক ক্ষেত্রে নারী একাই একশো l বিবাহ না হলে, অথবা পুরুষের সান্নিধ্য না পেলেও তারা সংসার নামক পৃথিবীকে অনায়াসেই উন্নতির পথ দেখাতে সক্ষম l আর কন্যা ভ্রুণ হত্যা যদি অবাধে ছেয়ে যায় , তবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও কঠিন l তাই উন্নত পৃথিবীতে প্রতিটা মানুষের এই জয়গান গাওয়া উচিৎ যে .....
১) জন্মানোর আগে নিষিদ্ধ করা
হোক ভ্রূণের বৈশিষ্ট্য l
২) দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা হোক ঘুষখোর চিকিৎসকদের l
৩) যেহেতু কন্যা ভ্রূণ হত্যা মানুষ হত্যার সমান , তাই কেবল জেল হাজতে শিক্ষনীয় নয় , ফাঁসির ব্যবস্থা করা l
৪) মনকে এমন শিক্ষায় নিয়োজিত করতে হবে যে পুত্র ও কন্যা সমান ক্ষমতা সম্পন্ন জীব l তাকে মানুষের মত মানুষ গড়ে তোলা l
তবেই পৃথিবী সুন্দর হবে l আরও উন্নত হবে পৃথিবীর প্রতিটা সম্পদ ল্ল
Copyrights@ D Ghoshal
****************************************
শ্রীমতি দেবযানী ঘোষাল
কবি ও লেখিকা
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------