Tuesday, 17 March 2020

প্রবন্ধ - রাজেকুল ইসলাম

বর্তমান প্রজন্ম কেন "বাঙালির মুক্তিদাতা" শেখ মুজিবুর 

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
রহমানকে জানবেন? 
■■■■■■■■■■

                     আজকে ১৭ই মার্চ।আজ থেকে একশো বছর আগে (১৯২০)বাংলার মাটি গোপালগঞ্জে ভূমিষ্ট হয়েছিলেন বাঙালির মুক্তিদাতার প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান। 
                  
                     ধর্ম সম ধর্মাবলম্বী মানুষদের  এক ছাতায় তোলায় আনতে যে পারে না সেটা মুজিবুর প্রমাণ করে দিলেন আরো একবার।১৯৪৭ এ  ধর্মের ভিত্তিতে গঠিত হলো পাকিস্তান, যার একটি অংশ ছিল পূর্ব বাংলা(বর্তমান বাংলাদেশ)।যাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ "বাংলা" ভাষা।সেই ভাষা কে কেড়ে নিতে চাইলো উর্দুভাষী বর্বর পাকিস্তানিরা।শুরু হলো মায়ের ভাষা রক্ষার লড়াই।এগিয়ে আসলেন মুজিবুর।
                
                   ১৯৪৮ এ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে ধর্মঘট হয় এবং মুজিবুরকে গ্ৰেপ্তার করা হয়।এর পর ১৯৫০ আবার বন্দি হন।১৯৫৮ তে পুনরায় গ্ৰেপ্তার।১৯৬২ এ ছয়মাস আটক।অর্থাৎ তিনি তার মূল্যবান যৌবন কারাগারে কাটাতে বাধ্য হন।
           
                   ১৯৬৯ এ "বঙ্গবন্ধু" উপাধি প্রদান।১৯৭১ এর ৭ ই মার্চ রেসকোর্স ময়দান মুজিবুর এর বিখ্যাত ভাষণ। বলেন...  "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্ৰাম,এবারের সংগ্ৰাম স্বাধীনতার সংগ্ৰাম"। 
রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো"।
আমি প্রধানমন্ত্রীত্ব চাই না,দেশের মানুষের অধিকার চাই"।
                 
                 মুক্তি যুদ্ধের নয় মাস তিনি কারাগারে কাটান।সেখানে মৃত্যু নিশ্চিত জেনেও তিনি কোন আপোষ করেননি।দেশ স্বাধীন হলে তিনি ঢাকা  ফিরেন।১৯৭২ সালের ১২ ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্ৰহণ করেন।এইভাবে লাখ লাখ বাঙালির আত্মবলিদানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো।
  
ধর্ম পরিবর্তন করা হলেও মানুষ তার সংষ্কৃতি পরিবর্তন করতে পারে না।বাঙালিরাও এর ব‍্যতিক্রম নয়।
                                " জয় বাংলা"

Copyrights@ R Islam  

****************************************

Rajekul Islam 
Assistant Professor
(National-International Research Scholar & Writer) 
Department of History 
Diamond Harbour Women's University    

 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

No comments:

Post a Comment