Sunday, 15 August 2021

স্বাধীনতা - কৌশিক সরকার



             

কত রক্ত , কত অশ্রু....
যায়নি সেসব বৃথা, 
মনে পড়ে তাদের কথা ;
যারা নিজেদের রক্তের বিনিময়ে 
স্বাধীনতার নতুন সূর্য স্থাপন করেছিল ;
রক্তেভেজা পরাধীন দেশের দিগন্তে। 

যাদের হুংকার কাঁপিয়ে দিয়েছিল
ব্রিটিশ শাসকের দুর্গ , 
তারাই তো মোদের বিপ্লবী বন্ধু 
মোদের দেশের গর্ব। 

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু
দিয়েছিলেন নিজের প্রাণ , 
ফাঁসির মঞ্চে হাসিমুখে 
গেয়েছিলেন জয়গান। 

আজাদ হিন্দ ফৌজ তৈরি করে
বিদ্রোহ করেছিলেন যিনি , 
সেই তো মোদের  সুভাষ চন্দ্র, 
তার কাছে , মোরা ঋণী। 

কবি নজরুল লিখেছিলেন
বিদ্রোহের গান, 
মাস্টারদার হাতে তৈরি হয়েছিল
শত বিপ্লবী প্রাণ। 

বিশ্বকবি সৃষ্টি করলেন 
দেশাত্মবোধক গান
বীর বিপ্লবী ভগৎ সিং
দিলেন নিজের প্রাণ। 

বাপুজি দেখালেন নতুন পথ
শোনালেন আগামী দিনের গান, 
মোদের দেশ স্বাধীন হবে 
বাঁচবে সকল প্রাণ। 

একতার সুরে রচিত হল
দেশের জয়গাথা , 
ভারতবাসী অনুভব করল
নতুন স্বাধীনতা। 
                 

#(তপন ,দক্ষিন দিনাজপুর )