Saturday, 27 March 2021

চিঠি --বর্ণালী রায়



 শ্রীচরনেষু প্রিয়তম
 কেমন আছো তুমি?
 আশা করি ভালোই আছো!
 জানতে চাইবে না
 আমি কেমন আছি.....,
 ভালো নেই গো...
 তোমাকে ছেড়ে আমি ভালো নেই।
 তোমাকে বিনা বুকটা
 কেমন খাঁ খাঁ করে,
 দু চোখের অশ্রু অঝোরে ঝরে
 যেন অথৈ সমুদ্রের বাঁধ ভেঙেছে।
  ধাই ধাই করা বালুচরে
  বিন্দু বিন্দু জল
 জমিয়ে ছেলে তুমি।
 গড়ে তুলেছিলে অথৈ সমুদ্র,
 কত স্বপ্ন ঢেউ এর মত
 উঁপচে উঠে থিতিয়ে যেত।
 তুমি ছিলে তার তলদেশ তার বাঁধ...
 হ্যাঁগো তোমার কি
 কিছুই মনে পড়ে না?
 কত ভালবেসে বাবু বাবু
 করে ডাকতে আমায়।
 আর আমি তোমার
 সেই আদুরে ডাকটা শুনতে
 কেমন কান পেতে থাকতাম।
 তুমি রেগে বলতে.....
 কিগো শুনতে পাচ্ছ না!
 আমি বলতাম
 কি মিষ্টি করে ডাকলে গো।
 তারপর তোমার মনে পড়ে
 সেই সন্ধের কথা....
 চারিদিক নিস্তব্ধ,ঘুটঘুটে সন্ধ্যে
 মুখ চেনা যায় না,
 আমরা দুজনে পাশাপাশি
 হাঁটছি হাত ধরে।
 ঘরে ঘরে আলো ফেলছে
 প্রদীপের শিখা আর
 পশ্চিমের আকাশে জ্বলজ্বল করে জ্বলছে
 আমাদের প্রেমের সেতু সন্ধ্যাতারা।
 কিছুই কি মনে পড়েনা তোমার?
রোজ অন্ধকার রাত্রিটা
 মনে করিয়ে দেয় তোমার কথা
 তোমার সঙ্গে কাটানো সময়ের কথা
 তোমার ক্লান্তিহীন প্রেমের কথা.....
        ইতি, তোমার বাবু সোনা❤❤❤❤❤

--------------------------------------------------------------
           Voice Literary Blog 
      Editor - Bristi Kangsabanik 
 Sub Editor - Priyatama Ghosh

Affiliated by : Voice Literary-Cultural Organization
---------------------------Voice-----------------------------

Thursday, 25 March 2021

Oh Sea! --Tandra Mishra



Oh sea! I fall in love with thee.

Never and nowhere seen Such serenity!

I get lost in thy vision,what a dreamy creation!


From those evil customs Lord Shiva might have thought for our liberalizaion.

Who cares all those chaos and noises behind the bay?

Beside thee I will definitely like to pass my whole day.

Thy tranquility, strong enough to make one lost into thy divinity.

I wonder, I can guess His plan, to seek  heartsease in thee.

  

Penned by : Tandra Mishra

Copyright @Tandra Mishra

Composed on 25th March of 2021

(Photography @ rightful owner )

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Brristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization