আকাশের রবি আর আমাদের মাটির রবি দুজনেই প্রাতঃস্মরণীয়
মাটির রবি তাঁর স্বমহিমায়, উজ্জ্বল জ্যোতিতে চির-স্মরণীয়
জোড়াসাঁকোর ঠাকুর-বাড়ীর অতি এক শুভক্ষণে
জন্ম নিলেন কবির রাজা বিশ্ব-ভুবন জানে
পাঠশালাতে মন বসে না,প্রকৃতি তাঁহারে চায়
গ্ৰহণ করলেন প্রকৃতি দেবীকে, মন যে সেদিকে ধায়।
আমরা পেলাম আশ্রম-সম আমাদের শান্তিনিকেতন
সজীবতা আর সুন্দরে ভরা চেতনার উন্মোচন।
নিয়মাবদ্ধ পুঁথি পড়া ছেড়ে পড়লেন নানা পাঠ
বিদ্যাদেবী খুশী হয়ে তাঁর মাথায় দিলেন হাত
মায়ের আশীষ মাথায় নিয়ে লেখেন কবিতাগুলি
গানে গানে আর গল্পে, কথাতে ভরলেন নিজ ঝুলি
বাংলা ভাঁড়ার পূর্ণ হলো তাঁরই কবিতা, গানে
বাংলা ছাড়ায়ে বিশ্ব-মাঝারে নোবেলটাও তো আনে।
কবির গুরু বিশ্বকবি, বিস্ময় জাগে মনে
আমরা তোমার গরবে গরবী তোমার করুণা দানে
আজি শুভ দিনে অঞ্জলি দিই তোমার চরণ তলে
শুধু দেখি ঐ বিজয় মালাটি দোলে যে তোমার গলে।
পঁচিশে বৈশাখ এসেছিলে তুমি ,প্রাণের বিশ্বকবি
যেদিকে তাকায় সাহিত্য-জগতে পাই যে তোমার ছবি
বাইশে শ্রাবণে চলে গেলে তুমি সবার দুচোখ ভাসালে
বাঙালি-হৃদয়ে বেঁচে আছো তুমি, তোমার আশীষে ভরালে।
Copyright@ Nitakobi
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization