Friday, 9 September 2022

একটা যুদ্ধ চাই -- সরিফুল হক


একটা যুদ্ধ চাই ,
ভীষণ, ভয়ঙ্কর ধরনের যুদ্ধ। 
তার পরিধি ছড়িয়ে পড়ুক 
গ্রাম থেকে শহরের সীমানা পার হয়ে 
দেশ থেকে দেশান্তরে। 
প্রতি বস্তিতে , প্রতি এঁদো-গলিতে ।
আবাল-বৃদ্ধ-বনিতা থেকে প্রতিটি প্রান্তিক মানুষের হৃদয়ে হৃদয়ে। 
চাই সবাই স্বেচ্ছায় সামিল হোক সে যুদ্ধে।

অশিক্ষা-কুসংস্কারের বিরুদ্ধে সে যুদ্ধ।
ধর্ম-জাত-ভাষা বিভেদের বিরুদ্ধে সে যুদ্ধ। 
লাঞ্ছনা-বঞ্চনা-অত্যাচারের বিরুদ্ধে সে যুদ্ধ। 
দূষণ-ধ্বংসের বিরুদ্ধে সে যুদ্ধ।
শিক্ষা-মানবিকতা-মানবাধিকার প্রতিষ্ঠার সে যুদ্ধ। 

জয় আমাদের নিশ্চিত।
কারণ -এই যুদ্ধের দামামা প্রতিটি হৃদয়ে অনুরণিত।
আর ,প্রকৃতিও চায় তার সমস্ত সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়াতে। 

তারপর তৈরি হবে -একটা সুসভ্য জাতির। 
একটা সুনির্দিষ্ট লক্ষ্যের। 
একটা সমৃদ্ধ - কিন্তু, মুক্ত মনের। 
তুমি ,আমি ,আমরা সব্বাই তখন স্বাধীন।


© সরিফুল হক 
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ