Wednesday, 3 March 2021

প্রেমভঙ্গ --পংকজ সরকার



জীবনে প্রেম এসেছিল-
   যেমন আসে সবার জীবনে।
কোথায় যে'তা হারিয়ে গেল
   আমার একটুও নেই মনে।

তখন পৃথিবীকে রঙিন মনে হত/
      বাস্তবে যা কালো;
চারপাশে যা দেখত দু'চোখ
        লাগত সেসবই ভালো।

বরাবর ভালো লাগেনি আমার
        চলতি লেখাপড়া;
তবুও প্রেরণা যুগাতো তখন
           আমার অন্তরা।

অন্তরা আমার জীবনে অধরা 
   অন্য একজনের সাথে   জমিয়েছিল ও ভাব;
তাইতো তাকে ভালোবেসেও 
    দেয়া হয়নি আমার প্রস্তাব।

আমার না-বলা- কথা যেসব
     না বলা-ই গেল রয়ে;
শান্তিতে আছি তবু...
      বিরহ ব্যথা বুকে বয়ে।।