"বদলেছে সময়"
--বিজয় সরকার
আমি দেখেছি রক্তে ভেজা মাটির বুকে
তিলে তিলে গড়ে ওটা এক দেশ,
আজ দেখছি কোনো এক যুদ্ধে সে দেশের সীমানা ভাঙনে
শত সহস্র জনগনের অশ্রুজল ঝরে পরছে।
আমি দেখেছি ধর্মে ধর্মে মিলিত হয়ে
মানুষ মিলনের সেতু বেঁধেছে,
আজ দেখছি জাতি-ধর্মের লড়াইয়ে
পৃথিবীতে কত দেশ ভাগ হয়ে যাচ্ছে।
আমি দেখেছি নদীর বুকে__
কত শত মানুষ ভালোবাসা বেঁধেছে,
আজ দেখছি সহসা কোনো এক ঢেউ এ
সে সব ভালোবাসা হারিয়ে গেছে।
আমি দেখেছি জীবনে চলার পথে
মানুষ হাজারো বন্ধুত্বের সম্পর্ক গড়েছে,
আজ দেখছি সময়ের স্রোতে
সে সব সম্পর্ক মিলিয়ে গেছে।
আমি দেখেছি স্বপ্ন চোখে শত শত নারী
জয়ের নিশান উড়িয়ে চলেছে।
আজ দেখছি হিংস্র পাষন্ডের দল
ফুল হয়ে ফোঁটার আগেই কত নারীর পাপড়ি ছিঁড়ে দিয়েছে।
আমি দেখেছি রাজনীতির ভেলায় চড়ে মন্ত্রির ছেলে
যোগ্যতা নেই তবু প্রফেসর হয়েছে,
আজ দেখছি গ্রামের দরিদ্র মেধাবী ছেলেটা
পিএইচডি হয়েও বেকারের জ্বালা ঘোচাতে ডোমের কাজ করছে।
আমি দেখেছি অনেকেই __
বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছেছে,
আজ দেখছি তাদের অনেকেই দম্ভ অহংকারের তরে
সিন্ধু হতে বিন্দুতে নেমে গেছে।
আমি দেখেছি শান্ত স্নিগ্ধ পৃথিবীর বুকে
মানুষের শান্তিতে বসবাস,
আজ দেখছি আমার পৃথিবীর বুকে
দাঙ্গা হিংসা আর গোলা বারুদের উন্মত্ততার ছাপ।
আমি দেখেছি দিনের পর দিন
মানুষের অত্যাচারে সবুজ প্রকৃতি হারিয়ে গেছে,
আজ দেখছি আমার পৃথিবী
কঠিন অসুখে পরে মৃত্যুর প্রহর গুনছে।
-------------------------------------------------
শ্রী বিজয় সরকার
কবি ও লেখক
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
--------------------------------------------------
Voice Literary Blog