🌹🌹মনের কথামালায় লেখা আহ্বান🌹🌹
আপনার মনের সুপ্ত ভাবনাকে প্রস্ফুটিত করুন কালিকলমে আমরা আপনার মনের কথামালা তুলে ধরবো ভয়েসের মুক্ত প্রাঙ্গনে |
🍁 নিয়মাবলী পড়ে লেখা পাঠান🍁
☘️ আপনার মনের ভাবনাকে প্রকাশ করুন অনধিক আট লাইনের মধ্যে |
☘️লেখা হতে হবে অপ্রকাশিত |
☘️ উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইমেলে লেখা পাঠান |
☘️ লেখা নির্বাচিত হলে ভয়েস পেজ এবং ভয়েস রাইটারস গ্রূপে প্রকাশ করা হবে |
☘️ একজন কবি দিনে একটি লেখা পাঠাতে পারবেন |
☘️ আপনারা প্রতিদিন লেখা পাঠাতে পারবেন |
সদা ভয়েসের সাথে থেকে সৃষ্টি সুখের আনন্দ যাপন করুন।।
শুভেচ্ছান্তে-
ভয়েস লিটারারি ব্লগ
ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন
-----------------------------------------------------------------------------------------
ভয়েস ব্লগ এ লেখা আহ্বান
☘️কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমন কাহিনী প্রভৃতি বিভাগের যে কোনো একটিতে লেখা পাঠাতে পারেন।
☘️বলেখা হতে হবে অপ্রকাশিত।
লেখা নির্বাচিত হলে ভয়েস ব্লগ অ্যাপ এ প্রকাশিত হবে।
শুভেচ্ছান্তে-
ভয়েস লিটারারি ব্লগ
ভয়েস লিটারারি কালচারাল অর্গানাইজেশন
--------------------------------------------------------------------------
I want to send my writings for the next week.
ReplyDelete