Thursday, 20 October 2022

বিদ্রোহী - রাধাকান্ত মুদি


ওই যে দূরে পথের পানে
                 কে যেনো দিচ্ছে ডাক
বলছে এসে দেখো একবার
               শুধু ভীতুরা ঘরে থাক।।
বলছে সে প্রতিবাদী সুরে
                 বন্ধু এসো করি লড়াই
মূর্খের মতো কতো দিন
        আর করবে মিথ্যার বড়াই।।
বলছে সে এসো ধরো
              সততার ওই শক্ত লাঠি
এগিয়ে চলো নির্ভীক হয়ে
          ভাঙো মিথ্যার কল কাঠি।।
চোখে তার জ্বলন্ত শিখা
                     মানবে না সে হার
ভাইয়ে ভাইয়ে লড়াই করি
               ক্ষতি হয় বলো কার।।
স্লোগান সে তুলেছে ওই 
                ভিক্ষা নয় চাই শিক্ষা
সময় এসেছে বন্ধু এবার
    দিতে হবে সততার পরীক্ষা।।
অন্ন চাই বস্ত্র চাই 
            চাই মাথা গোঁজার ঠাই
মোরা অনেক সয়েছি অন্যায়
       এবার শুধু অধিকার চাই।।

Wednesday, 19 October 2022

মা, আমি এখন বড়ো হয়ে গেছি - আফতাব মল্লিক




কোটি টাকার ফ্ল্যাটের  রঙিন কামরায়, পাখির  পালকের মত নরম তোষকে যখন -
  রাত তিনটা পর্যন্ত ঘুম আসেনা -
বিছানায় শুয়ে, জল থেকে তুলে আনা মাছের মত-
 ছটফট করি-
 তখন বলতে পারিনা -
 মা, আমার পাশে বসে  মাথায় হাত বুলিয়ে দাও-
 আর সেই রাজকুমারী আর সোনার কাঠির গল্পটা বলে-
আমাকে ঘুম পাড়িয়ে দাও-
 মা, এখন আমি বড় হয়ে গেছি !
এক আকাশ   চিন্তা আর একমুখ অরুচি নিয়ে-
 হাজার রকমের  দামী খাবার খেতে -
ডাইনিং টেবিলে বসে যখন একটুও খেতে ইচ্ছে করে না-
  তখন বলতে পারিনা -
 মা,  কাছে টেনে মুখের সামনে থালা ধরে-
 আমাকে তোমার হাতে খাইয়ে দাও-
মা, আমি এখন বড় হয়ে গেছি !
 নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন -
ঘরের এসি মেশিনটা তার পুরো শক্তি প্রদর্শন  করতে থাকে-
 আর আমি একটা পাতলা বেড কভার নিয়ে -
প্রচণ্ড শীতকেও শরীরের নকল অনুভূতি দিয়ে গোপন করতে থাকি -
 তখন বলতে পারিনা -
মা, আমাকে তোমার কোলে টেনে নাও-
 সেই ছোট্টোবেলার মতো!
 এখন আমি অনেক বড় হয়ে গেছি !
 তাড়াহুড়ো করে বাথরুমে গিয়ে 
একটা তোয়ালার জন্য যখন  চল্লিশ  মিনিট দাঁড়িয়ে থাকি -
 তখন বলতে পারিনা -
মা , তোমার আঁচলটা  দিয়ে আমার মাথাটা মুছে দাও-
 মা, এখন আমি অনেক বড় হয়ে গেছি-
 একটু ভালোবাসা পাওয়ার  জন্য -
মিথ্যে মরীচিকার পেছনে ছুটে যখন 
জীবনটা নিজের কাছে মূল্যহীন মনে হয় -
 তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে -
মা ,পৃথিবীর সব ভালোবাসা মিথ্যে -
শুধু তোমার আদর ছাড়া-
 আমাকে দোলনায়  নিয়ে বসে, একটু আদর করে দাও -
কিন্তু এখন তো আমি  অনেক বড় হয়ে গেছি -
 কেন যে বড় হলাম মা !
খুব ভালো হতো -
যদি  আবার তোমার পুচকু  হতে পারতাম !!!!!!


(পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ )

সীমারেখা - কৌশিক সরকার

মেরুদণ্ড বরাবর হাঁটতে হাঁটতে
ইতিহাস ভেঙেছি রোজ, 
দিনের শেষে ভিজেছি শব্দে
কেউ নেয়নি খোঁজ। 

মনের জানালা আজও খোলা
দিগন্তরেখায় হাওয়ার গান, 
শিউলি ফুলের গন্ধ মেখে
চাঁদের আলোয় করেছি স্নান। 

এখনো ভাবিস আমার কথা ?
বৃষ্টিদিনের ভিডিও কল, 
এখন বুঝি ডাস্টবিনেতেই
একাকী রাতের মেসেজের ঢল ! 

আমিও এখন যাচ্ছি মিশে
দিনবদলের রঙিন পাতায়, 
স্বপ্ন দেখার সীমারেখা 
আঁকছি আজও মনের খাতায়। 

                      
                     

Sunday, 16 October 2022

About


Voice Literary Blog 
         An open platform for literary practices   


( Affiliated  by : Voice Literary Cultural Organization)     
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন        


     Founded : 2019 
Founder : Bijoy Sarkar 
Co-founder : Chandan Mahanta 


Mission : Our one an only mission is to bring the writers from the different. parts of india to the international stage and to progress creative latent talents. 

Vission :  in our vision; every writers and poets are equal. 
Liberality - Fraternity - Humanity.    

Contact Us : 

Email : voiceculturalteam@gmai.com 

Phone : +917001533847 
Whatsapp : +918918172319 

------------------------------------------------------------------


                  Bijoy Sarkar
                      founder 
Voice Literary Cultural Organization 

---------------------------------------------
         

            Golap Singha 
              President 
Voice Literary Cultural Organization 
----------------------------------------------


            Palash Sarkar 
               Secretary 
   Voice Literary Cultural Organization 

---------------------------------------------

Voice Literary Cultural Organization

-------------------------------------------------
  
 
-------------------------------



With regards 
Voice Literary Blog Team