ওই যে দূরে পথের পানে
কে যেনো দিচ্ছে ডাক
বলছে এসে দেখো একবার
শুধু ভীতুরা ঘরে থাক।।
বলছে সে প্রতিবাদী সুরে
বন্ধু এসো করি লড়াই
মূর্খের মতো কতো দিন
আর করবে মিথ্যার বড়াই।।
বলছে সে এসো ধরো
সততার ওই শক্ত লাঠি
এগিয়ে চলো নির্ভীক হয়ে
ভাঙো মিথ্যার কল কাঠি।।
চোখে তার জ্বলন্ত শিখা
মানবে না সে হার
ভাইয়ে ভাইয়ে লড়াই করি
ক্ষতি হয় বলো কার।।
স্লোগান সে তুলেছে ওই
ভিক্ষা নয় চাই শিক্ষা
সময় এসেছে বন্ধু এবার
দিতে হবে সততার পরীক্ষা।।
অন্ন চাই বস্ত্র চাই
চাই মাথা গোঁজার ঠাই
মোরা অনেক সয়েছি অন্যায়
এবার শুধু অধিকার চাই।।
No comments:
Post a Comment