Wednesday, 19 October 2022

মা, আমি এখন বড়ো হয়ে গেছি - আফতাব মল্লিক




কোটি টাকার ফ্ল্যাটের  রঙিন কামরায়, পাখির  পালকের মত নরম তোষকে যখন -
  রাত তিনটা পর্যন্ত ঘুম আসেনা -
বিছানায় শুয়ে, জল থেকে তুলে আনা মাছের মত-
 ছটফট করি-
 তখন বলতে পারিনা -
 মা, আমার পাশে বসে  মাথায় হাত বুলিয়ে দাও-
 আর সেই রাজকুমারী আর সোনার কাঠির গল্পটা বলে-
আমাকে ঘুম পাড়িয়ে দাও-
 মা, এখন আমি বড় হয়ে গেছি !
এক আকাশ   চিন্তা আর একমুখ অরুচি নিয়ে-
 হাজার রকমের  দামী খাবার খেতে -
ডাইনিং টেবিলে বসে যখন একটুও খেতে ইচ্ছে করে না-
  তখন বলতে পারিনা -
 মা,  কাছে টেনে মুখের সামনে থালা ধরে-
 আমাকে তোমার হাতে খাইয়ে দাও-
মা, আমি এখন বড় হয়ে গেছি !
 নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন -
ঘরের এসি মেশিনটা তার পুরো শক্তি প্রদর্শন  করতে থাকে-
 আর আমি একটা পাতলা বেড কভার নিয়ে -
প্রচণ্ড শীতকেও শরীরের নকল অনুভূতি দিয়ে গোপন করতে থাকি -
 তখন বলতে পারিনা -
মা, আমাকে তোমার কোলে টেনে নাও-
 সেই ছোট্টোবেলার মতো!
 এখন আমি অনেক বড় হয়ে গেছি !
 তাড়াহুড়ো করে বাথরুমে গিয়ে 
একটা তোয়ালার জন্য যখন  চল্লিশ  মিনিট দাঁড়িয়ে থাকি -
 তখন বলতে পারিনা -
মা , তোমার আঁচলটা  দিয়ে আমার মাথাটা মুছে দাও-
 মা, এখন আমি অনেক বড় হয়ে গেছি-
 একটু ভালোবাসা পাওয়ার  জন্য -
মিথ্যে মরীচিকার পেছনে ছুটে যখন 
জীবনটা নিজের কাছে মূল্যহীন মনে হয় -
 তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে -
মা ,পৃথিবীর সব ভালোবাসা মিথ্যে -
শুধু তোমার আদর ছাড়া-
 আমাকে দোলনায়  নিয়ে বসে, একটু আদর করে দাও -
কিন্তু এখন তো আমি  অনেক বড় হয়ে গেছি -
 কেন যে বড় হলাম মা !
খুব ভালো হতো -
যদি  আবার তোমার পুচকু  হতে পারতাম !!!!!!


(পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ )

No comments:

Post a Comment