Wednesday, 19 October 2022

সীমারেখা - কৌশিক সরকার

মেরুদণ্ড বরাবর হাঁটতে হাঁটতে
ইতিহাস ভেঙেছি রোজ, 
দিনের শেষে ভিজেছি শব্দে
কেউ নেয়নি খোঁজ। 

মনের জানালা আজও খোলা
দিগন্তরেখায় হাওয়ার গান, 
শিউলি ফুলের গন্ধ মেখে
চাঁদের আলোয় করেছি স্নান। 

এখনো ভাবিস আমার কথা ?
বৃষ্টিদিনের ভিডিও কল, 
এখন বুঝি ডাস্টবিনেতেই
একাকী রাতের মেসেজের ঢল ! 

আমিও এখন যাচ্ছি মিশে
দিনবদলের রঙিন পাতায়, 
স্বপ্ন দেখার সীমারেখা 
আঁকছি আজও মনের খাতায়। 

                      
                     

No comments:

Post a Comment