Monday, 1 November 2021

বেকারত্ব - দিলীপ কংস বণিক

 

বেকারত্ব জীবন এক চরম অভিশাপ--
নিরস ছন্দহীন ভীষণ দুর্বিষহ সন্তাপ--
কুড়েকুড়ে খায় যুবসমাজের চেতন, নির্বাক ভবিষ্যত--
সময় অবসাদ গ্রস্থ হয়ে  হারায় ইজ্জত--
কর্মহীনতায় বিবেক ধ্বংস হয়, মনুষ্যত্বের লয়--
আসে চরম বিপর্য্যয়,  মানবতার অবক্ষয়--
কর্মেই পায় মানব সুস্থ জীবন, বাঁচার অধিকার--
আশা-নিরাশা পথের দিশা গ্রাস ক'রে  'বেকার'--
বিকৃত রাজনীতি, নেতৃত্বের কূট-নীতি, করে ভ্রষ্টাচার--
হয় স্মৃতি ভ্রংশ, মনুষ্যত্ব ধ্বংস, যিনি হন  'বেকার'--
বেড়েই চলেছে ক্রমান্বয়ে বেকারত্বের হার!
সংবাদে সান্ত্বনা র বাণী' ই শোনায় সরকার!
শুন্য রয়েছে অনেক  'পদ'  হচ্ছে না পূরণ--
বাড়ছে বেকার সংখ্যা,  বুঝিনা কি কারণ!
ট্রেন-ষ্টেশন ঝাড়ুদেয় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার!
ডিগ্রি পেয়ে ও চাকরি মিলছেনা! এ লজ্জা কাহার?
বলছে সরকার ঋণ নাও  কর স্বাধীন ব্যাবসা!
বাণিজ্য ঢোকেনা মাথায়, প্রাপ্য  শুধুই হতাশা--
ভিটে-মাটি বেচে, অনেক কষ্টে, 'ডিগ্রি' পেলো ইঞ্জিনিয়ার--
দেখে আশার আলো, মা-বাবা থাকিবে ভালো, স্বচ্ছল সংসার--
কিন্তু হায় চাকরি নাহি পায়, নাম লেখাতে হয়  'বেকার' খাতায়--
তাড়িয়ে বেড়ায় সর্বক্ষণ প্রায় ভাগ্য বিড়ম্বনায় বেকারত্ব যন্ত্রণায়-- 
বেকারত্বের জ্বালায়, জীবন অবহেলায় করে কেহ আত্মহনন--
এলে 'সাম্যবাদ' ঘুচিবে প্রমাদ, হবে বেকারত্ব দূরীকরণ---

জীবিকা - পরেশ চন্দ্র দাস

   

উদ্যোগ নিয়ে জন্মায় শিশু-
                  সমাজ দেয় তারে তালিম,
শিক্ষার মানপত্র দামী
                    মেধাতেই অল্প জালিম।
কর্মক্ষেত্র ধুঁকছে ঠান্ডা ঘরে
                     ডিগ্রির  চোথা পকেটে,
গরম ভাতের আশায় ছোটে
                      মেধা ঝুলছে  লকেটে ।
স্বপ্ন বেচে ভুতের বাড়ী
                       জুয়ায়  লাগায় দাঁও,
দেশ রাজ্যের কাদা খেলায়
                        জল এখন বিশ বাঁও।
বন ছেড়ে মনে জ্বলছে দাবানল
                       পরিবর্তন নীতি নীতি,
ম্যানুয়ালে বাদ পরেছে যারা
                   ছাঁটাই এ বেড়েছে ভীতি ।
প্যান্ডামীক বাধ সেধেছে
                     নীতি আয়োগ জগন্নাথ,
অজ্ঞতা চেনায় অন্ধকার পথ,
               শুরুটা ভালো শেষটা বরবাদ।
হিড়িক পড়েছে যেনতেন প্রকারেন
                     স্বার্থ সিদ্ধির চোরা হোডিং,
পথ চলা শুরু হয়েছে কেবল-
                     বাধ্যতা মূলক হবে কোডিং।
শিক্ষার মানপত্র মানদন্ডে নয়,
                       স্কিলে সাজাও যত্নে,
আবেগ কে পুঁতে ফেল সবে-
                    খনন করো উদ্যোগ রত্নে ।
   

বেকারত্ব - শক্তি পদ সেন

 

দেশ চলেছে দারিদ্র্যে আজ,আছে অনেক বেকার,
শিক্ষিতেরা না পায় কাজ,হচ্ছে কেউ বা ' হেকার '।
বড়লোকদের প্রতি ক্ষোভ জমেছে, দেশের সম্পদ করছে যারা লুঠ,
গরিবদের বেলায় অবহেলা, সেথা নেইকো কোনো  ' ছুট '।
রেশনেতে দিচ্ছে লাইন,দেশের আইনে তাদের আড়ি,
টাকা - পয়সার অভাবে গালে জমছে গোঁফ - দাড়ি।
বড়লোকদের প্রতি অকৃপণ সরকার ,পক্ষে হচ্ছে আইন,
দেশ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, দু চার জনা করছে জীবনে ' সাইন '।
একদিকেতে টাকার পাহাড় জমছে সারা দেশে,
আরেক দিকে আমজনতা ঘুরছে ভিখারির বেশে।
বড়লোকদের করছে তোষণ বাঁচাতে তাদের গদি,
নির্বাচনটা তারাই করায়, ভয় -- গদিটা হারায় যদি !
বলছে তারা বিনামূল্যে সারা দেশে দিচ্ছে ভ্যাকসিন,
পিওর চামড়া বলে চালায় তারা, আসলে সেটা রেক্সিন।
জ্বালানির দাম অগ্নিমূল্য,বাড়ছে সারা দেশে,
জিনিসের দাম বাড়ে কেন, ঝাড়ছে না তারা কেশে।
কেউ খাচ্ছে গড়গড়িতে , কেউ বা তামাক হুঁ কায়,
সবার লক্ষ্য একটাই ভাই, কিভাবে পকেটে ঢুকায়।
শিক্ষাব্যবস্থায় আছেটাই কি -- নম্বর এক ঝুড়ি,
সেই ঝুড়িটা মাথায় নিয়ে কাজের খোঁজে করছে দৌড়াদৌড়ি।
অনাহারে মরছে মানুষ -- বিশ্ব সূচক দেখো,
পাক - বাংলা - নেপাল এগিয়ে, না হয় তাদের থেকেই শেখো।

Sunday, 31 October 2021

তোমার তুলনা তুমি নিজেই - নূপুর আঢ‍্য




প্রতিদিন প্রতিক্ষণ তুমি করছো 
অসাধ্য সাধন,
হাসিমুখে নিয়েছো মেনে 
করোনি আলগা বাঁধন।
তোমার ছোঁয়ায় সংসার আজ 
সুখের নিকেতন,
সবার মুখে হাসি ফুটিয়ে রেখেছো 
তব গুণে সারাক্ষণ।
নিজের কষ্ট দাওনি বুঝতে 
করোনি অভিযোগ,
বলার আগে করে দাও সব 
একেবারে অমোঘ।

তুমি যে একাধারে প্রেমময়ী,স্নেহময়ী 
জায়া জননী,
নিজেকে উজাড় করে বিলিয়ে যাচ্ছো 
বুঝতে দাওনি।
তোমার তুলনা তুমি নিজেই
যতই বলি - হবে না বলা,
ওগো দশভুজা,গৃহের লক্ষ্মী,
ভেবো না - তুমি একলা।
আমরা তোমার পাশে আছি
থাকবো চিরদিন,
তোমার সঙ্গ লভিয়া হয়ে কৃতার্থ 
নিয়ত অমলিন।