প্রতিদিন প্রতিক্ষণ তুমি করছো
অসাধ্য সাধন,
হাসিমুখে নিয়েছো মেনে
করোনি আলগা বাঁধন।
তোমার ছোঁয়ায় সংসার আজ
সুখের নিকেতন,
সবার মুখে হাসি ফুটিয়ে রেখেছো
তব গুণে সারাক্ষণ।
নিজের কষ্ট দাওনি বুঝতে
করোনি অভিযোগ,
বলার আগে করে দাও সব
একেবারে অমোঘ।
তুমি যে একাধারে প্রেমময়ী,স্নেহময়ী
জায়া জননী,
নিজেকে উজাড় করে বিলিয়ে যাচ্ছো
বুঝতে দাওনি।
তোমার তুলনা তুমি নিজেই
যতই বলি - হবে না বলা,
ওগো দশভুজা,গৃহের লক্ষ্মী,
ভেবো না - তুমি একলা।
আমরা তোমার পাশে আছি
থাকবো চিরদিন,
তোমার সঙ্গ লভিয়া হয়ে কৃতার্থ
নিয়ত অমলিন।
No comments:
Post a Comment