Monday, 1 November 2021

বেকারত্ব - দিলীপ কংস বণিক

 

বেকারত্ব জীবন এক চরম অভিশাপ--
নিরস ছন্দহীন ভীষণ দুর্বিষহ সন্তাপ--
কুড়েকুড়ে খায় যুবসমাজের চেতন, নির্বাক ভবিষ্যত--
সময় অবসাদ গ্রস্থ হয়ে  হারায় ইজ্জত--
কর্মহীনতায় বিবেক ধ্বংস হয়, মনুষ্যত্বের লয়--
আসে চরম বিপর্য্যয়,  মানবতার অবক্ষয়--
কর্মেই পায় মানব সুস্থ জীবন, বাঁচার অধিকার--
আশা-নিরাশা পথের দিশা গ্রাস ক'রে  'বেকার'--
বিকৃত রাজনীতি, নেতৃত্বের কূট-নীতি, করে ভ্রষ্টাচার--
হয় স্মৃতি ভ্রংশ, মনুষ্যত্ব ধ্বংস, যিনি হন  'বেকার'--
বেড়েই চলেছে ক্রমান্বয়ে বেকারত্বের হার!
সংবাদে সান্ত্বনা র বাণী' ই শোনায় সরকার!
শুন্য রয়েছে অনেক  'পদ'  হচ্ছে না পূরণ--
বাড়ছে বেকার সংখ্যা,  বুঝিনা কি কারণ!
ট্রেন-ষ্টেশন ঝাড়ুদেয় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার!
ডিগ্রি পেয়ে ও চাকরি মিলছেনা! এ লজ্জা কাহার?
বলছে সরকার ঋণ নাও  কর স্বাধীন ব্যাবসা!
বাণিজ্য ঢোকেনা মাথায়, প্রাপ্য  শুধুই হতাশা--
ভিটে-মাটি বেচে, অনেক কষ্টে, 'ডিগ্রি' পেলো ইঞ্জিনিয়ার--
দেখে আশার আলো, মা-বাবা থাকিবে ভালো, স্বচ্ছল সংসার--
কিন্তু হায় চাকরি নাহি পায়, নাম লেখাতে হয়  'বেকার' খাতায়--
তাড়িয়ে বেড়ায় সর্বক্ষণ প্রায় ভাগ্য বিড়ম্বনায় বেকারত্ব যন্ত্রণায়-- 
বেকারত্বের জ্বালায়, জীবন অবহেলায় করে কেহ আত্মহনন--
এলে 'সাম্যবাদ' ঘুচিবে প্রমাদ, হবে বেকারত্ব দূরীকরণ---

1 comment:

  1. অসাধারণ,, চরম বাস্তব এবং সত্য কথা,,

    ReplyDelete