অমাবস্যার অন্ধকারাচ্ছন্ন শ্যামা মূর্তি-
বর্ণালীর ছটায় দৃশ্যমান ।
কুহকজাল কেটে নিভৃতে দন্ডায়মান
হইয়া—মাতৃবন্দনার অমোঘ আস্ফালন ।
প্রতিফলন প্রতিসরণের খেলায় জগৎ
- বাসী মেতেছে ,স্পিরিচুয়াল বৈভব
গা- মুচড়ে দ্বীপদানে পূজিত হচ্ছে
তমশা। প্রগাঢ় তিমির নেশা নর খাদকদের নিশানা বৃত্ত । মাতৃআরাধনায় সংস্কারে পরিনীত
ছিল,আছে,থাকবে । মৃনাল কুঞ্জে
পদ যুগল বন্দির ভক্তিমিশ্রিত ছলনা
সর্বজন বিদিত ।
মূক হয়ে প্রহর গুনবার পালায় বর্ণালী পাহারা দেয় গোটা রজনী ।
তন্দ্রাচ্ছন্ন স্বপ্নে ভেসে ওঠে ভৈরবীর
শোষক-শোষিতের গীতমালা ।
No comments:
Post a Comment