Sunday, 7 November 2021

দীপাবলি - ডাঃ অসিত কুমার সরকার


 

অন্ধকার থেকে আলোর পথে
শুরু হয়েছে এই যাএা;
সবার জীবনে এই দীপাবলি 
আনুক নতুন মাএা। 
তমসাবৃত মন থেকে তমসা 
হয়ে যাক আজ দূর ;
আনন্দে মন উঠুক ভরে, 
এই প্রাণেতে বাজুক সুর। 
মন মন্দিরটি সাজুক আলোতে, 
হৃদয়েতে দীপ জ্বালি, 
মুছে যাক এই মনের কোনায়, 
জমে থাকা যত কালি। 
বিষয় বিষেই ডুবে থাকা মনে 
জটিলতা অবিরত ;
হাজার জ্বালা যাতনায় 
মনের গভীরে ভীষণ খত! 
এই দীপাবলিতে প্রাথনা করি
মিলে মিশে একসাথে, 
অশুভ শক্তির বিনাশ হোক, 
দীপাবলির শুভ রাতে। 
মায়ের আশিস সকল সময়
আছে আমাদের পরে ;
হৃদয় হোক এই দীপাবলি, 
হোক দীপাবলি অন্তরে। 
এই দীপাবলি হৃদয়েতে জ্বলে, 
যাক সম্পীতির আলো ;
মন থেকে মুছে  যাক আবিলতা 
যত গ্লানি যত কালো।

No comments:

Post a Comment