Sunday, 7 November 2021

আলোর রোশনাই - প্রদীপ বাগ


 

শাক্ত ধর্মের আরাধ্য দেবী তুমি আদ্যাশক্তি মা মহামায়া,
ঘোর অমানিশার কুজ্ঝ্বটিকা থমকে জীবন ভুত চতুর্দ্দশী।
মহাশ্মশানের বুকে নিত্য ভুতের নৃত্য চিতার দাবানলে,
করেছে গতিরোধ মহাকাল শায়িত মা কালীর পদতলে।
স্বর্গ মর্ত্য পাতাল ধরাধাম সর্বত্র নরাধম অসুরের গ্রাসে,
দর্পের কোলাহল উন্মত্ত জয়ে দৈত্য দানবেরা অট্টহাসে।
ষড়রিপুর যূপকাষ্টে মানবতা বলি রক্ত তিলক ললাটে,
মুন্ডমালিনী করালবদনী শুধু হাসে আর ভেংচি কাটে।
লালসার যজ্ঞকূন্ডে দগ্ধ কৈশোর যৌবন কোন অভিশাপে?
তৃপ্ত রসনা সিক্ত বাসনা বার্ধক্যের শেষে হরিনাম জপে!!
স্বার্থের টানাটানি পঙ্কিলতা ভরা জীবন যায় বিফলে,
শেষ পলকে মুদিবে আঁখি তারায় যেন গো মাতারা মেলে।
আলোক মালায় প্রতি বছর আসে কালীপুজো দীপাবলি,
জ্বলেনা হৃদয়ে জ্ঞানের দীপ থাকে অন্ধকার কানাগলি।
ভাগ্যের আকাশে আশার ফানুস আলোর রোশনাই জ্বলে,
দিয়েছো বরাভয় সন্তানেরে মাগো সেকি তুমি ভুলে গেলে!
কালিমা মুছে দিয়ে ত্রিনয়নে দীপ্ত তেজে ঘুচে যাক তমসা,
উদ্ভাসিত হোক চেতনার রোশনাই জেগে উঠুক মানবতা।।
       

No comments:

Post a Comment