Friday, 6 November 2020

"ঘুমপরানি" --শাবাব আহসান


প্রেমকুঞ্জে নিবাস তোমার 
তবু ভয়! বলতে ভালোবাসি ,,

ঘুম'কে দিলাম ঘুমের দিব্যি 

স্বপ্নে মেলে জেনে নিও .....
আমি তোমাকে ভালোবাসি।
--------------------------------------
কবি : শাবাব আহসান
ঢাকা, বাংলাদেশ 
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 
Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  

----------------------------Voice-------------------------------





Monday, 2 November 2020

"প্রজাপতি মন" --রাকিব খান হৃদয়



মায়াবী প্রজাপতি ছুটে আসো হৃদয় গভীরে,
ভালোবাসার পরশ ছুঁয়ে দিবো আলতো করে।
তোমার পিছু পিছু ছুটতে চাই যেতে চাই বহুদূরে,
যাবো পৃথিবীর বাগানে রূপসী বাংলার প্রান্তরে।

রূপনগরে কৃষ্ণচূড়া গাছে চলো ঘুরে আসি দুজনে,
ফুটেছে শত ফুল দেখবো মোরা অবাক স্বপ্ন নিয়ে।
নীলাচল বাগিচায় ফুলের রাণী চুপিসারে ডাকছে,
রাতভর নিঃসঙ্গতায় রজনীগন্ধা কেন কাঁদছে?

মুছে দিয়ো না ফুলের দেহখানি প্রিয়বন্ধু কৃষ্ণকলি,
পাপড়িগুলো ঝরে যাবে আসো অন্য কোথাও চলি।
পৃথিবীতে কি জেগে উঠেছে সোনালী রূপের মায়া,
ঘুম ভেঙে দেখি প্রজাপতির ডানায় রহস্যময় ছায়া।

-------------------------
রাকিব খান হৃদয়
কবি-লেখক 
গাজিপুর, ঢাকা, বাংলাদেশ 
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

----------------------------Voice-------------------------------