Sunday, 29 March 2020

কবিতাঃ প্রার্থনা

"প্রার্থনা"
   --বিপ্লব গোস্বামী

 শুনেছি প্রভু তুমি বড় দয়াময়
কোথায় আছো দয়াল প্রভু এ দুঃসময়।
বিশ্বজুড়ে মৃত‍্যু থাবা আতঙ্ক আর ত্রাস
মহামারি করোনাসুর সব করেছে গ্ৰাস।
জন্ম নিয়ে উহান শহর করেছে উজার
একে একে সারা বিশ্বে সামরাজ‍্য বিস্তার।
যুবরাজ,রাজকন‍্যা,প্রধানমন্ত্রী,ডাক্তার
বৃদ্ধ,যুবা,শিশু,নারী কারো নেই নিস্তার।
জানি না নরকুলের কোন পাপের ফলে
মানব জাতি ঢলিতেছে মৃত‍্যুর আঁচলে।
ক্ষমা করে দাও প্রভু মোদের  সব ভুল
এ দুর্দিনে রক্ষা করো তব নরকুল।
তুমি আদি,তুমি অনন্ত,তুমি অন্তর্যামী
সর্ব জীবের,সর্ব লোকের তুমিই তো স্বামী
জানি না প্রভু তোমার কোন অভিশাপে
তব সৃষ্ট নরকুল আজ বড়োই বিপাকে।
প্রতিভা,যশ,অর্থ,আহঙ্কারে মত্ত নরকুল
তোমায় চিনিতে সবে সদা করে ভুল।
দয়া করে চক্ষু মেলো, প্রভু সর্বশক্তিমান
এ দুর্দিনে বড় অসহায় তব সন্তান।
কৃপা করে ক্ষমা করো ভুল,হে দয়াবান
তব সন্তানেরে তুমি দাও পরিত্রাণ।
জাগো অরিন্দম প্রভু,অমোঘ অস্ত্র ধরো
নিজ করে বিশ্বত্রাস করোনাসুর নাশ করো।

Copyrights@ Biplab Goswami  
**************************************
শ্রী বিপ্লব গোস্বামী
কবি ও লেখক
করিমগঞ্জ, আসাম, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------