"ফিরতাম যদি ছন্দে"
----সায়ন্তিকা ঘোষাল
তম্বী নদীটার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রাচীন সভ্যতায় যদি ফিরতে পারতাম ,
তাহলে হয়তো পাহাড়টাও প্রেমে পড়ে যেতো আমার।
কবির ছন্দে যদি ফিরতাম ,
হয়তো আমিও তখন জন্ম নিতাম কবিতার ঔরসে।
নির্বাক নাগরিকের দিনান্তের অভ্যাস ,
কখনো বেহিসাবি অভিমান , কখনো পরিপাটি দিনযাপন ..
নিত্যদিন তার ১০টা -৫ টার হিসেবে দরদাম।
কবিতা লিখবে ? সময় কই ?
তুমি তবুও ভালোবাসতে ভুলে যাওনি ,
কখনো আমাকে কখনো আবার প্রেমিকের মতন করে তুমি খুঁজে বেড়াও নদীর উৎস ...
নদীটার গভীরে ডুবে গিয়ে তুমি হয়তো পেয়েছো কবিতার ছন্দ ....
কিন্তু , আমি যে আজও বেপরোয়া হই তোমার কবিতায় !
ফিরতাম যদি আমি এই শহরের কোন এক এঁদো গলির ফুটপাথে ,
আমাকে নিয়ে তখনও কি কবিতা লেখা হতো ?
আমার শরীর বেয়ে নেমে যেতো কঠিন একটা পাহাড় ,
আমার চুলে লেগে থাকা মেঘগুলো বৃষ্টি নামাতো তোমার নিতম্বে.....
তুমি ঘেন্না করতে আমার গায়ের শ্যাওলা ,
ঘুণে ধরা কড়িকাঠে তোমার ছন্দপতন হতো !
রোদসী সকালে তোমার ছেঁড়া ড্রয়িং খাতায় তুমি আঁকতে আমার কালচে শরীর ....
আমি ফিরতাম হয়তো ,
নিয়ম করেই , ঠিক যেমনটা কথা দিয়েছিলাম ,
কিন্তু আমার সেই ফেরাটা হয়তো তোমার মনের মতন হতো না !
আমি ফিরতে চাই এভাবেই হয়তো ....
ঠিক তোমার বিপরীত মেরুতে ....
নদীর গা ঘেঁষে হয়তো তখনও পড়ে থাকবে টুকরো টুকরো নক্ষত্র ....
উশৃংখল কবিতাগুলোতে ছন্দহীন হবে প্রতিটা স্তবক ....
কোন কবি আমাকে নিয়ে আদিখ্যেতা করবে না ....
তবুও আমি যে কবিতার মেয়ে !
ঈশ্বরী আমাকে ক্ষমা করতে পারেনা ,
পাহাড়ের কাঠিন্য আমার বুকে মশাল জ্বালাতে পারেনা ,
তাই আমাকে যে ফিরতেই হবে ....
আমি ফিরবো তোমাদের শহরেই ....
আমার নগ্নতা স্তব্ধ করবে অফিস-পাড়ার ব্যস্ততা....
কবির যৌনতা ধ্বংস করবে শতাব্দী প্রাচীন সভ্যতা....
পলেস্তারা খসে পড়বে তখন অবয়ব থেকে ....
তখন হয়তো আমিও মানুষ হবো ....
তখনই না হয় ফিরবো আমি তোমার কবিতার ছন্দে .....
এলোমেলো হবে তোমার বিছানার ঢেউগুলো ....
দুটো শরীরে মাখামাখি হবে চাঁদ ....
ফিরবো আমি তখনই তোমাদের কবিতায় ...
ফিরবো আমি ঈশ্বরী কে সাক্ষী রেখেই ...
তোমার ছন্দে ! !
copyrights@ S Ghoshal
****************************************
Sayantika Ghoshal
Poet & Writer
Hooghly, West Bengal, India
-------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
----------.-----------Voice---------.---------