Saturday, 24 April 2021

ঝলসানো স্বপ্ন - দেবযানী রায়।

 ঝলসানো সব স্বপ্ন গুলোকে
যত্ন করে গুছিয়ে রেখে ছিলাম,
আজ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে
একটা একটা খুলে দেখছি অনেকগুলো স্বপ্ন সম্পূর্ণ-
ঝলসে যায় নি এখনও।
বেছে নিলাম, কিছু কিছু স্বপ্ন কে
আবার নতুন করে সাজিয়ে তুলবো,
যেমন শুকিয়ে যাওয়া গাছ গুলো কে
আবার বাঁচানোর প্রচেষ্টা।
কিশলয় যেমন আবার গাছকে
সাজিয়ে তোলে নতুন করে।
ঝলসানো স্বপ্নগুলো আবার
বেঁচে উঠবে আমার সারা শরীর জুড়ে
বাঁচার ইচ্ছে জেগে উঠবে মনে।
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Friday, 23 April 2021

অস্তিত্বের মূর্ছনা - শিপ্রা দেবনাথ (টুলটুল)


তোমার লেখনীর শব্দ বিন্যাসে
অহরহ বিমোহিত হই।
এই অতি সাধারন মেয়েটাকে কেউ 
এভাবে বিশ্লেষণ করতে পারে?
আশ্চর্য হই কখনো স্তম্ভিত হয়ে পড়ি
পারো তুমি সব পারো
শুধু পারো না একবার সামনে আসতে।
হ্যাঁ তোমার বলা কথার রোদ্দুরে
 ঝিলিক মেখে দেয় আমার শরীর জুড়ে।
 মিষ্টি তাপ দুপুরে শীতল আমেজ কখনো সকাল শিশিরে
 মোহনীয় আবেশ ছড়িয়ে দেয় পূর্ণিমা রাত্তিরে।
 সসম্ভ্রম এক ঘনিষ্ঠ বাঁধন 
 এ বাঁধন নয় তো মায়ার 
 বুঝলাম হবে তাহলে আত্মার
 সারাদিনময় এক তুমি বোধের মূর্ছনা
 গোপনে  বেজেই চলছে থামছে না।
 বিস্মৃত হই অস্তিত্ব হারাচ্ছি কি!!!
 আবার ভাবি নতুন কোনো অস্তিত্ব উদিত হলো এ কি?
 নির্ঘুম সারা রাত 
 জানিনা আমার সাথে জেগে তোমারও কি হয় রাত প্রভাত?
 যদি জানতাম
 তাহলে তখন তোমায় অনেক কথা বলতাম।
 ভেবো না  নিস্তব্ধ রাতে ঘুম না এলেও
 অসুবিধে হয় না,
 তোমায় ভেবেই ভোর হয়ে যায়।
 ওই সময়টা একান্ত আমার 
 নিজের মতো করে তোমায় ভালোবাসি।
 তখন আমি আবেগী ভীরু বালিকা নই
 দুরন্ত দুঃসাহসী হয়ে উঠি দস্যি।
 তুমি আমায় রহস্যমযয়ী বলো?
 আমার কাছে তো তুমিই অনন্ত রহস্য
 থই খুঁজে পাই না, এই ধারায় খেই হারাই
 অবগাহন করে সব রহস্য ভেদ করতে চাই
 মেঘ ভেজা শরীরে রোদের ঝিলিক হয়ে
 পুরাতন সব বিবর্ণতা মুছে দিও।
 বলবে? হবেনা আমার খুশিতে তুমি দীপ্ত তৃপ্ত!
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Wednesday, 21 April 2021

সত্যব্রত ধর


কবি পরিচিতি : আমি সত‍্যব্রত ধর, তপন দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ছোট থেকেই কবিতা ও গল্প পড়তে ভীষণ ভালোবাসি। আমার প্রিয় কবি ও সাহিত্যিকগণ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরবিন্দু বন্দোপাধ্যায়, সমরেশ মজুমদার। ছোট থেকেই আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। 

তবে সেভাবে কোনোদিনই আঁকা শেখা হয়নি। আমার প্রিয় চিত্রকর হলেন প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় । ২০০৭ সালে তপন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বালুরঘাট কলেজে সংস্কৃত নিয়ে ভর্তি হই এবং ২০১০ স্নাতক পাশ করি, এরপর ২০১২ তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করি। এরপর থেকেই গৃহশিক্ষিকতার পেশায় যুক্ত হই। ২০১৯ সালে ডি.এল.এভ কোর্স শেষ করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে বর্তমানে কর্মরত। বিগত ২ বছর আগে সমাজের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী কলম নিয়ে কবিতা লেখা শুরু করি। ইতিমধ্যে প্রায় ৫৭টি পত্রিকায় এবং উত্তরবঙ্গ পত্রিকার রবিবাসরীয়তে আমার লেখা কবিতা ছেপেছে। এছাড়াও আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের অনলাইন পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। ১২০টি কবিতার পাশাপাশি ছোট ২ গল্পও প্রকাশিত হয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর কলম, দক্ষিণ দিনাজপুর সৃজন পত্রিকা, অপরাজিতা পত্রিকা, মোহিনী পত্রিকার শারদ সংখ্যা ও আরও নানান পত্রিকায় প্রচ্ছদ শিল্পী রূপে কাজ করেছি। বর্তমানে ভয়েস সাংস্কৃতিক সংগঠন, অপরাজিত পত্রিকা, সাজি পত্রিকা ও তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির সাথে সরাসরি যুক্ত রয়েছি। "এবং অক্ষর" প্রকাশনীর তরফ থেকে সেরা "অক্ষর শিল্পী" সন্মান পেয়েছি। আমার একক কাব‍্যগ্রন্থ "তিলোত্তমা" খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে। ভবিষ্যতে কবিতা ও গল্প লেখার সাথে সাথে প্রচ্ছদ শিল্পী রূপে কাজ চালিয়ে 


রাজনীতি
সত‍্যব্রত ধর

নীতিহীন রাজসিক খেলা থেকে
বেরিয়ে আসতেই
নীরবতা গ্রাস করছে অহরহ,

প্রাচুর্য সুখের সংসার না পেলেও
মিষ্টি স্মৃতিরা
অবুঝ মনে দানা বাঁধছে,

সদ‍্য বয়ঃসন্ধিতে পদার্পণের মতোই
খোলা চিঠি এখন
জীবন্ত দলিল হয়ে উঠেছে,

মনোগ্রাহী শব্দ না থাকলেও
কৌতূহলী দর্শক
সর্বদা শুনতে প্রস্তুত এখানে,

সমাজের জটিল ব‍্যাধির মতো
চরিত্রগুলো এখানে
সত্যিই নিকষ কঠিন বাস্তব,

বুঝলাম আন্দোলন ফানুস হয়ে
উড়ে যেতেই
নগ্ন সত‍্য চিরকাল প্রকাশিত হয়।


© Satyabrata Dhar 
---------------------------------------------------
        Voice Literary Blog 
Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

""আজ ছাতা শূন্য হলাম"" ---মুরারি"



ছাত্র জীবনে তোমার অনেক কবিতা পড়েছি,
আর মনে মনে ভেবেছি,
তুমি নিশ্চয় অন্য দলের মানুষ অন্য জগতের মানুষ;
তোমার কবিতা নিয়ে কত আড্ডা দিয়েছি,
ক্ষুদ্র জ্ঞানে তুলেছি কতনা সমালোচনার ঝড়;
আজ যেন সবটুকু বিস্ময়------!!
একদিন কৃষ্ণগঞ্জের 'সরজিত দা'
তোমায় "মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে"এমন সুন্দর বুঝিয়ে দিল,
আমি তোমার ফ্যান হয়ে গেলাম-----
তোমার কবিতাকে করে নিলাম মিছিলের মুখ;
আমি ও আমরা তখন নব্য কমুনিষ্ট,
সবাই হৃদয়ের টুকরো টুকরো যন্ত্রণা তোমায় কবিতায় সান্তনা করে,
তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দিতে ছেয়েছিলাম;
কেউ পাড়ি দিয়েছে কেউ হয়ত পাড়ি দিতে পারেনি,
তোমার "বাবরের প্রার্থনা"র মত আজও অনেক হৃদয় এখনো পথ খুঁজে বেড়ায় পথের দিশা পাওয়ার আ‌আয়,
কেউবা আবার জীবনের পশরা সাজিয়ে, তোমার "উর্বশীর" মত হাসি দেয়;
সে যাই হোক তুমি ছিলে বটবৃক্ষের মত আমাদের মাথার উপর,
আজ ছাতা শূন্য হলাম,
একটা আদর্শের ছায়া সম্পাত জীবন থেকে সরে গেল;
চোখ ফেটে বেরিয়ে এল দুফোটা গরম অশ্রু,
আকাশ আমায় বলল ডেকে,
বাতাস আমায় বলল দুঃখে,
নদী আমায় বলল কেঁদে,
শঙ্খ ঘোষ আর নেই,,,,,,,


----------------------------------------------------
        Voice Literary Blog 
Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Tuesday, 20 April 2021

বসন্ত - সঞ্জয় সূত্রধর

 
ফাগুন মানেই বসন্তের আবাহন ,
      দেয় যে মনে দোলা ।
রাধা কৃষ্ণের প্রেম লীলার ছলে ,
      মত্ত হিন্দু তাছাড়াও বৌদ্ধ ,শিখ , জৈনরা ।
পলাশ , শিমুল ফুলে ভরা পর্ণমোচী স্বরূপ বৃক্ষ ,
     সঙ্গে কোকিলের কুহু কলতান ।
শীতের কূহর কেটে গেছে ,
     আর শুরু সূর্যের তাপ দান ।
বসন্ত এসেছিল , আসছে বারংবার ,
     সবার মনে রঙিন সাজ , আমি নির্বিকার ।
জীবন তরে পাইনি –রংয়ের পরশ ,
     রাই , তোমার হাতের ছোঁয়ায় ।

                
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Monday, 19 April 2021

নব আনন্দ --আরতি সেন


নব উল্লাসে নব আনন্দ সমাগমে
 এসো  বৈশাখ নতুন উদ‍্যমে।
নবীনের উল্লাস নবীনের জয়গান
 নববর্ষের নতুন প্রভাতে হোক একসুর কলতান।
ধরা উঠুক জেগে ফিরে আসুক  প্রাণ
নেই ভয় নেই ভয় পাবে সকলেই পরিত্রাণ।
নতুন বছর, নব কিশলয়, নতুন পাখ পাখালীর বাসা
নব আম্রশাখে আম্রগুচ্ছ কাঁচা মিঠে কত আশা।
দিগন্ত ব‍্যাপী মেঘের সজ্জা ঘনঘটা করে আসে
ইশান কোনে কিসের ইঙ্গিতে  কোন মেঘ ভাসে?
কোন সুরে আজ বাজে সঙ্গীত বৃষ্টি অঝোরে ঝরে
রাগে অনুরাগে ভরে উঠে মন সৃষ্টির অভিসারে।
নব বৈশাখী  চিত্ত উতলা ব‍্যাকুল হয়েছে মন
নববৈশাখে নব উল্লাসে নব নব আয়োজন।
নবীনের তরে এত আয়োজন  পুরাতন হবে ক্ষয়
বইছে বাতাস জীর্ণপত্র ঝরে যাবে নিশ্চয়।
প্রকৃতির রূপ শুধু অপরূপ যাওয়া আর আসা মিলে
কি পেলে কি দিলে প্রকৃতির কাছে হিসাব নাইবা নিলে।।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Sunday, 18 April 2021

বৈশাখের আগমনী বার্তা - কবি সুব্রত মিত্র


                নব নূপুরের ছন্দে বলব আনন্দে
         হে নব বৈশাখ ; এসো হে এসো হে ,,,,, ,,, ,,
                    এসো নব দখিন হাওয়ায় ,
               এসো দখিন দাওয়ায় এসো এসো ,,,, ,,, ,, 

                  মোর যত অহংকার , যত তৃষ্ণা ,
              যত হাহাকার মুছে দাও মুছে দাও
                এসো দ্বারে শান্তির গান গাও । 

               তব আগমনে যেন হই পাগলপারা
                    পুষ্পের গন্ধে হই দিশেহারা,
তোমার শরীরের ঐ মিলনের জামা দাও ;দাও ; দাও পরায়ে
             হে নব বৈশাখ মোদেরে লও জড়ায়ে । 

            ঘাসগুলো নেচে চলে মাধবীর ডাকে
                 কৃষ্ণের চূড়া পরাবে যে কাকে ,
                     আমি তব পথিক লজ্জা
       সুন্দর সুন্দর বৈশাখী ধরণী আজ রূপ সজ্জা । 

                    কচি কচি পাতাদের ভিড়ে
             মুখরিত কোলাহল নেচে নেচে ওঠে
                    ছোটছোট পাখিদের নীড়ে
             সোনালী গ্রীষ্মের চমক লাগা রোদে
                   জামরুল গাছটি হাসে বৈশাখে 

            অসীম আকাশ তার নির্যাস ঢেলে বলে
            বৈশাখী আদরে ফুলপরী নৃত্যের তালে ,
                      গাছে গাছে , ডালে ডালে । 

                  
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

এসো হে বৈশাখ - মিতা দত্ত ঘোষ দস্তিদর

    এসো হে  বৈশাখ,
 এসে দাঁড়াও একবার
মানব দরবারের আঙিনায়।
দেখ, কেমন দু:সহ ভয়ে ভয়ে
 দুর্বিসহ রাত কাটছে-
এখনও হয় নি নব সূর্যোদয়।
নীবিড় তিমির ভেদ করে
আতঙ্কের দীর্ঘশ্বাস পেরিয়ে
"এসো হে বৈশাখ জ্যোতির্ময়।"
নববর্ষ বয়ে আনুক নব বার্তা
দুষণ মুক্ত প্রকৃতির  আঁচলে
হোক মানুষের নিরাপদ আশ্রয়।
 'বৈশাখ', এসো আলোর নিশানা নিয়ে
যে পথে জনজীবনের  যাত্রা নিরন্তর...
আগামী দিনগুলি রয়েছে তোমার ই প্রতিক্ষায়।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization