ছাত্র জীবনে তোমার অনেক কবিতা পড়েছি,
আর মনে মনে ভেবেছি,
তুমি নিশ্চয় অন্য দলের মানুষ অন্য জগতের মানুষ;
তোমার কবিতা নিয়ে কত আড্ডা দিয়েছি,
ক্ষুদ্র জ্ঞানে তুলেছি কতনা সমালোচনার ঝড়;
আজ যেন সবটুকু বিস্ময়------!!
একদিন কৃষ্ণগঞ্জের 'সরজিত দা'
তোমায় "মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে"এমন সুন্দর বুঝিয়ে দিল,
আমি তোমার ফ্যান হয়ে গেলাম-----
তোমার কবিতাকে করে নিলাম মিছিলের মুখ;
আমি ও আমরা তখন নব্য কমুনিষ্ট,
সবাই হৃদয়ের টুকরো টুকরো যন্ত্রণা তোমায় কবিতায় সান্তনা করে,
তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দিতে ছেয়েছিলাম;
কেউ পাড়ি দিয়েছে কেউ হয়ত পাড়ি দিতে পারেনি,
তোমার "বাবরের প্রার্থনা"র মত আজও অনেক হৃদয় এখনো পথ খুঁজে বেড়ায় পথের দিশা পাওয়ার আআয়,
কেউবা আবার জীবনের পশরা সাজিয়ে, তোমার "উর্বশীর" মত হাসি দেয়;
সে যাই হোক তুমি ছিলে বটবৃক্ষের মত আমাদের মাথার উপর,
আজ ছাতা শূন্য হলাম,
একটা আদর্শের ছায়া সম্পাত জীবন থেকে সরে গেল;
চোখ ফেটে বেরিয়ে এল দুফোটা গরম অশ্রু,
আকাশ আমায় বলল ডেকে,
বাতাস আমায় বলল দুঃখে,
নদী আমায় বলল কেঁদে,
শঙ্খ ঘোষ আর নেই,,,,,,,
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
অসাধারণ
ReplyDelete