Tuesday, 20 April 2021

বসন্ত - সঞ্জয় সূত্রধর

 
ফাগুন মানেই বসন্তের আবাহন ,
      দেয় যে মনে দোলা ।
রাধা কৃষ্ণের প্রেম লীলার ছলে ,
      মত্ত হিন্দু তাছাড়াও বৌদ্ধ ,শিখ , জৈনরা ।
পলাশ , শিমুল ফুলে ভরা পর্ণমোচী স্বরূপ বৃক্ষ ,
     সঙ্গে কোকিলের কুহু কলতান ।
শীতের কূহর কেটে গেছে ,
     আর শুরু সূর্যের তাপ দান ।
বসন্ত এসেছিল , আসছে বারংবার ,
     সবার মনে রঙিন সাজ , আমি নির্বিকার ।
জীবন তরে পাইনি –রংয়ের পরশ ,
     রাই , তোমার হাতের ছোঁয়ায় ।

                
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment