Wednesday, 21 April 2021

সত্যব্রত ধর


কবি পরিচিতি : আমি সত‍্যব্রত ধর, তপন দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। ছোট থেকেই কবিতা ও গল্প পড়তে ভীষণ ভালোবাসি। আমার প্রিয় কবি ও সাহিত্যিকগণ হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরবিন্দু বন্দোপাধ্যায়, সমরেশ মজুমদার। ছোট থেকেই আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। 

তবে সেভাবে কোনোদিনই আঁকা শেখা হয়নি। আমার প্রিয় চিত্রকর হলেন প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় । ২০০৭ সালে তপন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বালুরঘাট কলেজে সংস্কৃত নিয়ে ভর্তি হই এবং ২০১০ স্নাতক পাশ করি, এরপর ২০১২ তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করি। এরপর থেকেই গৃহশিক্ষিকতার পেশায় যুক্ত হই। ২০১৯ সালে ডি.এল.এভ কোর্স শেষ করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে বর্তমানে কর্মরত। বিগত ২ বছর আগে সমাজের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী কলম নিয়ে কবিতা লেখা শুরু করি। ইতিমধ্যে প্রায় ৫৭টি পত্রিকায় এবং উত্তরবঙ্গ পত্রিকার রবিবাসরীয়তে আমার লেখা কবিতা ছেপেছে। এছাড়াও আসাম, ত্রিপুরা ও বাংলাদেশের অনলাইন পত্রিকায় আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। ১২০টি কবিতার পাশাপাশি ছোট ২ গল্পও প্রকাশিত হয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর কলম, দক্ষিণ দিনাজপুর সৃজন পত্রিকা, অপরাজিতা পত্রিকা, মোহিনী পত্রিকার শারদ সংখ্যা ও আরও নানান পত্রিকায় প্রচ্ছদ শিল্পী রূপে কাজ করেছি। বর্তমানে ভয়েস সাংস্কৃতিক সংগঠন, অপরাজিত পত্রিকা, সাজি পত্রিকা ও তপন দিঘি ও পরিবেশ সুরক্ষা সমিতির সাথে সরাসরি যুক্ত রয়েছি। "এবং অক্ষর" প্রকাশনীর তরফ থেকে সেরা "অক্ষর শিল্পী" সন্মান পেয়েছি। আমার একক কাব‍্যগ্রন্থ "তিলোত্তমা" খুব শিঘ্রই প্রকাশিত হতে চলেছে। ভবিষ্যতে কবিতা ও গল্প লেখার সাথে সাথে প্রচ্ছদ শিল্পী রূপে কাজ চালিয়ে 


রাজনীতি
সত‍্যব্রত ধর

নীতিহীন রাজসিক খেলা থেকে
বেরিয়ে আসতেই
নীরবতা গ্রাস করছে অহরহ,

প্রাচুর্য সুখের সংসার না পেলেও
মিষ্টি স্মৃতিরা
অবুঝ মনে দানা বাঁধছে,

সদ‍্য বয়ঃসন্ধিতে পদার্পণের মতোই
খোলা চিঠি এখন
জীবন্ত দলিল হয়ে উঠেছে,

মনোগ্রাহী শব্দ না থাকলেও
কৌতূহলী দর্শক
সর্বদা শুনতে প্রস্তুত এখানে,

সমাজের জটিল ব‍্যাধির মতো
চরিত্রগুলো এখানে
সত্যিই নিকষ কঠিন বাস্তব,

বুঝলাম আন্দোলন ফানুস হয়ে
উড়ে যেতেই
নগ্ন সত‍্য চিরকাল প্রকাশিত হয়।


© Satyabrata Dhar 
---------------------------------------------------
        Voice Literary Blog 
Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment