নব উল্লাসে নব আনন্দ সমাগমে
এসো বৈশাখ নতুন উদ্যমে।
নবীনের উল্লাস নবীনের জয়গান
নববর্ষের নতুন প্রভাতে হোক একসুর কলতান।
ধরা উঠুক জেগে ফিরে আসুক প্রাণ
নেই ভয় নেই ভয় পাবে সকলেই পরিত্রাণ।
নতুন বছর, নব কিশলয়, নতুন পাখ পাখালীর বাসা
নব আম্রশাখে আম্রগুচ্ছ কাঁচা মিঠে কত আশা।
দিগন্ত ব্যাপী মেঘের সজ্জা ঘনঘটা করে আসে
ইশান কোনে কিসের ইঙ্গিতে কোন মেঘ ভাসে?
কোন সুরে আজ বাজে সঙ্গীত বৃষ্টি অঝোরে ঝরে
রাগে অনুরাগে ভরে উঠে মন সৃষ্টির অভিসারে।
নব বৈশাখী চিত্ত উতলা ব্যাকুল হয়েছে মন
নববৈশাখে নব উল্লাসে নব নব আয়োজন।
নবীনের তরে এত আয়োজন পুরাতন হবে ক্ষয়
বইছে বাতাস জীর্ণপত্র ঝরে যাবে নিশ্চয়।
প্রকৃতির রূপ শুধু অপরূপ যাওয়া আর আসা মিলে
কি পেলে কি দিলে প্রকৃতির কাছে হিসাব নাইবা নিলে।।
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Bristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
No comments:
Post a Comment