Sunday, 18 April 2021

এসো হে বৈশাখ - মিতা দত্ত ঘোষ দস্তিদর

    এসো হে  বৈশাখ,
 এসে দাঁড়াও একবার
মানব দরবারের আঙিনায়।
দেখ, কেমন দু:সহ ভয়ে ভয়ে
 দুর্বিসহ রাত কাটছে-
এখনও হয় নি নব সূর্যোদয়।
নীবিড় তিমির ভেদ করে
আতঙ্কের দীর্ঘশ্বাস পেরিয়ে
"এসো হে বৈশাখ জ্যোতির্ময়।"
নববর্ষ বয়ে আনুক নব বার্তা
দুষণ মুক্ত প্রকৃতির  আঁচলে
হোক মানুষের নিরাপদ আশ্রয়।
 'বৈশাখ', এসো আলোর নিশানা নিয়ে
যে পথে জনজীবনের  যাত্রা নিরন্তর...
আগামী দিনগুলি রয়েছে তোমার ই প্রতিক্ষায়।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment