Monday, 1 November 2021

বেকারত্ব - শক্তি পদ সেন

 

দেশ চলেছে দারিদ্র্যে আজ,আছে অনেক বেকার,
শিক্ষিতেরা না পায় কাজ,হচ্ছে কেউ বা ' হেকার '।
বড়লোকদের প্রতি ক্ষোভ জমেছে, দেশের সম্পদ করছে যারা লুঠ,
গরিবদের বেলায় অবহেলা, সেথা নেইকো কোনো  ' ছুট '।
রেশনেতে দিচ্ছে লাইন,দেশের আইনে তাদের আড়ি,
টাকা - পয়সার অভাবে গালে জমছে গোঁফ - দাড়ি।
বড়লোকদের প্রতি অকৃপণ সরকার ,পক্ষে হচ্ছে আইন,
দেশ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, দু চার জনা করছে জীবনে ' সাইন '।
একদিকেতে টাকার পাহাড় জমছে সারা দেশে,
আরেক দিকে আমজনতা ঘুরছে ভিখারির বেশে।
বড়লোকদের করছে তোষণ বাঁচাতে তাদের গদি,
নির্বাচনটা তারাই করায়, ভয় -- গদিটা হারায় যদি !
বলছে তারা বিনামূল্যে সারা দেশে দিচ্ছে ভ্যাকসিন,
পিওর চামড়া বলে চালায় তারা, আসলে সেটা রেক্সিন।
জ্বালানির দাম অগ্নিমূল্য,বাড়ছে সারা দেশে,
জিনিসের দাম বাড়ে কেন, ঝাড়ছে না তারা কেশে।
কেউ খাচ্ছে গড়গড়িতে , কেউ বা তামাক হুঁ কায়,
সবার লক্ষ্য একটাই ভাই, কিভাবে পকেটে ঢুকায়।
শিক্ষাব্যবস্থায় আছেটাই কি -- নম্বর এক ঝুড়ি,
সেই ঝুড়িটা মাথায় নিয়ে কাজের খোঁজে করছে দৌড়াদৌড়ি।
অনাহারে মরছে মানুষ -- বিশ্ব সূচক দেখো,
পাক - বাংলা - নেপাল এগিয়ে, না হয় তাদের থেকেই শেখো।

No comments:

Post a Comment