উদ্যোগ নিয়ে জন্মায় শিশু-
সমাজ দেয় তারে তালিম,
শিক্ষার মানপত্র দামী
মেধাতেই অল্প জালিম।
কর্মক্ষেত্র ধুঁকছে ঠান্ডা ঘরে
ডিগ্রির চোথা পকেটে,
গরম ভাতের আশায় ছোটে
মেধা ঝুলছে লকেটে ।
স্বপ্ন বেচে ভুতের বাড়ী
জুয়ায় লাগায় দাঁও,
দেশ রাজ্যের কাদা খেলায়
জল এখন বিশ বাঁও।
বন ছেড়ে মনে জ্বলছে দাবানল
পরিবর্তন নীতি নীতি,
ম্যানুয়ালে বাদ পরেছে যারা
ছাঁটাই এ বেড়েছে ভীতি ।
প্যান্ডামীক বাধ সেধেছে
নীতি আয়োগ জগন্নাথ,
অজ্ঞতা চেনায় অন্ধকার পথ,
শুরুটা ভালো শেষটা বরবাদ।
হিড়িক পড়েছে যেনতেন প্রকারেন
স্বার্থ সিদ্ধির চোরা হোডিং,
পথ চলা শুরু হয়েছে কেবল-
বাধ্যতা মূলক হবে কোডিং।
শিক্ষার মানপত্র মানদন্ডে নয়,
স্কিলে সাজাও যত্নে,
আবেগ কে পুঁতে ফেল সবে-
খনন করো উদ্যোগ রত্নে ।
No comments:
Post a Comment