Sunday, 25 April 2021

উপলব্ধি - পংকজ সরকার




     'শুভ জন্মদিন দাদুভাই...'-সরলা দেবী রিওকে আশীর্বাদ করলেন এভাবেই।রুচিরার আশঙ্কাই সত্যি হল।বিশিষ্ট স্যার-ম্যামদের সামনে ঠাকুমা বাংলায় আশীর্বাদ করে ভৌমিক পরিবারের প্রেস্টিজ একেবারে পাঙচার করে দিলেন।বউমা ইংলিশে কথা-কৌশল সব শিখিয়ে দিয়েছিলেন,কিন্তু শুনলেতো তার কথা!সুমিত-রুচিরার একমাত্র পুত্র রিও 'ঊষা মার্টিন' স্কুলে পড়ে।ছেলের মাথায় হাত দিয়ে রুচিরা ইংলিশে আশীর্বাদ করে চলেছেন।সেলফোনটা বেজে উঠল হঠাত্।প্রবন্ধ প্রতিযোগিতায় ছেলে তার প্রথম হয়েছে।11 ডিসেম্বর স্কুলের সংবর্ধনাসভায় বাবা-মাকে উপস্থিত থাকার অনুরোধ করে প্রিন্সিপাল স্যারের এই ফোন।
         অবশেষে এল সেই শুভক্ষন।প্রিন্সিপাল ঘোষণা করলেন-আমাদের গর্ব রিও ইংলিশ মিডিয়মে পড়েও 'শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব' বিষয়ক সর্বভারতীয় বাংলা প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছে।চারিদিক করতালিতে মুখরিত হল।ঠাকুমা রাত জেগে কিভাবে বাবা-মার অগোচরে তাকে বাংলা শিখিয়েছেন,মঞ্চে দাঁড়িয়ে রিও সেই কাহিনীই শোনাল।ঘোর কাটলে রুচিরা সুমিতাকে শুধোয়-'মা যে লেখাপড়া জানে কোনদিন বলনিতো?
মা বাংলায় লেটারসহ স্টারমার্কস   নিয়ে মাধ্যমিক,বাবা কথাটা বলেছিল কোনওএকদিন। আফশোষের সুরে শুধু বলল-'ছোট থেকেই বাবা আমাকে হোস্টেলে রেখে পড়িযেছেন;তাই হয়তো মায়ের ট্যালেন্ট বিশেষ উপলব্ধি করতে পারিনি।'
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

No comments:

Post a Comment