অভিশপ্ত সেই যম দিকের দেওয়ালে,
ঝুলন্ত ঘড়িতে আটকানো দমবন্ধ প্রাণ।
স্বপ্ন ছিলো তুমি হবে শীতপাখি,
আমি সেই শব্দের ছাদে শস্য ছিটিয়ে দেবো।
কেউ মনকে কাছে নিয়ে ভালোবাসে,
আর কেউ ছোঁয়ার বাহানায় ।
অবাক হওয়ার কিছু নেই,
একটা রাতে কবিতার বিরুদ্ধে গিয়ে
শ্রীহীন হয়ে আজকে আমাদের পাতলা চামড়ার হৃদয়ে আজ বিশাল তালা।
পেছনে ফিরে আর চাইব না,
রাখব না কোনো আবদার ,
গুটিয়ে রাখব নিজেকে শুঁয়োপোকার মতো ,
একাকীত্বের জীবনে বাহারি নেশার রং মেশাবো না।
শিশির ভেজা রাত দুঃখরা বেরিয়ে যাক
চোখের জলে,
মন তুলির ক্যানভাসে
তুলির টানে তোমার মুখ আঁকবো,
পটচিত্রের স্বয়ম্বর সাজিয়ে সেই তোমাকেই
নতুন আলোর দিশা খুঁজে
আমার আমিতে ভীষণ খুশি থাকতে শিখবো।
সপ্তশ্রী কর্মকার
কবি-লেখিকা
ত্রিপুরা, ভারতবর্ষ
সুন্দর 👌 লেখা
ReplyDeleteKhub valo laglo
ReplyDeleteAwesome
ReplyDelete