Friday, 10 December 2021

একদিন সেদিন -- ধীমান দাস


একদিন দেখা হবে
চাদরে জড়িয়ে ধরা ভালোবাসার উত্তাপে
একদিন দাঁড়িয়ে থাকবে
পলাশের মালা হাতে মনের খোলা দুয়ারে
একদিন কথা হবে
ঠোঁটে ঠোঁট মিলিয়ে অজানা অনুভূতি পরশে
একদিন মিলন হবে
দুটি আত্মার ওই ধ্রুবতারার দেশে
একদিন বিরহ ডাক দেবে
এলোমেলো কালবৈশাখী হৃদয় হয়ে
একদিন ক্লান্তি আসবে
দীর্ঘ পথ চলার টানাপোড়েনের মাঝে
একদিন ঘুমিয়ে পড়ব
দুটি শরীরে চিরন্তন জীবিত হয়ে। 

@ ধীমান দাস

No comments:

Post a Comment