Sunday, 5 December 2021

ভারসাম্য - পরেশ চন্দ্র দাস



'ল্যাংড়া খোঁড়া বদের গোরা'
আমাদের সামাজিক জীবন ধারার কল্পনাপ্রসুত
উদ্ধৃতি পীড়াময় ।
অধিকার যুদ্ধে পরাজিত সৈনিকের তিক্ত ভর্ৎসনার
দুর্বৃত্তায়ন বৃশ্চিকদংশন । 
সক্ষমতার দাম্ভিক মনোবৃত্তির বজ্জাত্
উদাহরণ।
প্রতিবন্ধী শব্দটি প্রতিবন্ধকতার কষাঘাতের
মর্মবেদনা ।
অপর পক্ষে 'মানবিক চাহিদা সম্পন্ন'
বাক্যদ্বারা আস্বস্ত করতে মানসিক বিপ্লব সংগঠিত
নেতিবাচক প্রস্তাব ।
ভিক্ষার চেয়ে মৃত্যুযন্ত্রণা  শিরোধার্য্য,
ভালোবাসার সহমর্মিতায় বাঁচুক আমার 
শারীরিক চাহিদা সম্পন্ন সংগ্রামীবন্ধু।
সম্মানজনক রাষ্ট্রীয় সাম্মানিক পাবার অধিকারের বঞ্চনাবৃত্ত মানুষের বার্তা,
বধিরকর্ণের শ্রবণশক্তির বিরূপপ্রতিক্রিয়া ।
ভাগ্যের পরিহাসে যাহারা চাহিদা হারিয়াছে
তাদের অধিকারগুলো নির্বিকারে
ধর্ষনেপ্রবৃত্ত ।
দিশাহারা বাকশক্তি হারিয়ে চাপাকান্নায়
কূপমুণ্ডুকের চারিত্রিকরুপে নিমজ্জিত ।
লক্ষ একটাই কে আমার বিপদভঞ্জন
রাষ্ট্রনায়ক ।

No comments:

Post a Comment