Sunday, 5 December 2021

অসহায় প্রতিবন্ধী - ডাঃ অসিত কুমার সরকার



জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়া 
সে এক ক্লান্ত সৈনিক , 
সমাজের চোখে বোঝা সে 
দুঃখ যন্ত্রণা করে ভোগ দৈনিক । 
অসহায় অবস্হায় কাটে তার জীবন, 
পায়না সে সুবিচার , 
কথা আর কাজে বিশাল অমিল 
খাতা কলমে বন্দী তার অধিকার। 
সমাজের প্রতিটি স্তরে প্রতিনিয়ত 
সে বৈষম্যের শিকার, 
উপহাস, অনাদর আর তুচ্ছ তাচ্ছিল্যে, 
জীবনে তার ঘোর অন্ধকার। 
চায়না সে কারো দয়া করূণা 
চায়না কারো অনুদান, 
মাথা উঁচু করে চায় সে বাঁচতে 
চায় যথাযথ সম্মান। 
সাহায্যের নামে করছে 
কিছু ভাঁওতাবাজির সংগঠন, 
প্রজন্মের প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াই 
বন্ধ করি এই অমানবিক আচরণ। 
ওতো আছে আমাদের চারিপাশে 
ওতো আমাদেরই ভাই বোন, 
আর নয় হেলাফেলা, নয় কোনো অবহেলা 
করি তার ভালো থাকার আয়োজন। 
হাঁসি ফুটাই ওর মুখে 
ভুলে যাক সে প্রতিবন্ধী 
যোগালে সাহস,দিলে ভরসা
থাকবেনা সে আড়াল বন্দী। 
শত বাঁধা, শত বন্ধুর পথ পেরিয়ে 
জীবন যুদ্ধে হবে সে জয়ী, 
মনুষ্যত্বের দাবী নিয়ে দাঁড়াই ওর পাশে 
হইনা কিছুটা বিনয়ী।

1 comment:

  1. খুব সুন্দর ভাবে কবি তার বক্তব্য তুলে ধরেছেন

    ReplyDelete