স্মৃতির ফলক এঁকে চলে শামুক মাংসপেশী
বিষাক্ত জিভ চেটে খায় সেই নিঃশ্বাস,
পরিত্যক্ত সময়ের হিংস্রতায়
ঠিক কতোটা অবদমিত হবে বিশ্বাস?
স্বপ্নের পাখা মেলেছিল তাই নদী
শ্যাওলা রাঙানো শাড়ি পরে কাঠগড়ায়,
বসন্ত আঁশ লাল ঝরিয়ে খোঁজে ঐ
বালি ক্ষেত সেই যাপন আঁচলে কুড়ায়।
তুলসী সমাজ চাতাল জুড়ে উপবাসী
ভক্তির মুখে চুরুট প্রাচীর অন্তহীন,
কপাল সূর্যে শিকল বাঁধে সন্ন্যাসী
আবিল মুখোশে আঁশটে আতর মুখ প্রাচীন।
নীরব দহনে কঙ্কাল কাঁদে মায়াবী
কাঙালের ধন অনন্তকাল কুবেরের,
স্বর্গ জেতার মরণ সুপ্ত যাতনায়
শ্মশান উড়ছে "মুক্তো" জাগা প্রহরের।
মৃত্যুর পারে ডাকে স্মৃতি উদভ্রান্ত
লালসার রথ হারিয়েছে তাই সুখ,
দীপ জ্বেলে বেদী শুঁকছে দেবতা রক্ত
নেশায় বিভোর পরশ পাথর মূক!
Copyright@ S Mandal
শিবানী মন্ডল
কবি-লেখিকা
ঝাড়খন্ড, ভারতবর্ষ
---------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bijoy Sarkar
Sub-Editor - Monowar Hossain
..... Chief Organizer.....
Chandan Mahanta
Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------
No comments:
Post a Comment