Monday, 14 June 2021

মহা সংকট - দিগন্ত কুমার দাস।




রুটি রুজি আজকে মহা সংকটে,
ফিকে হয়ে আসছে যেন ভবিষ্যৎ,
অন্ন জলের অভাব দেখি চিৎপটে,
কতদিন আর চলবে খুঁড়ে জীবন রথ!

একটা সময় ছিল যখন দুর্দিনে,
কাঁধ মিলিয়ে লড়তো সকল জনতা,
এখন দেখি দাঁড়ায় মানুষ লোক চিনে,
অর্থবানের সাথেই কেবল হয় কথা!

বাঁচবে কে আর, মরবে কে বা, জানে কেউ?
তার মাঝেও কেউ কি করে দুর্নীতি!
'সেবার নামে ব্যবসা' নামক মারণ ঢেউ,
সেই কাজেও মানুষ দেখায় আজ প্রীতি!

জীবন যখন প্রশ্ন চিহ্নের মাঝখানে,
বেঁচে থাকার বাতাস টুকু কিনতে হয়!
হায়রে মানুষ তোমরা এমন দুর্দিনে,
এই পৃথিবীর সবকিছুকে করবে জয়!

আজকে যারা পাপাচারে হাত পাকায়,
কালকে তাদের শমন যদি ডাক পারে,
বাঁচাবে কি তাদের কালো জাল টাকায়?
সময় হলে পাপ বাপেরও প্রাণ কাড়ে!
              
জীবন যুদ্ধে বিপক্ষ আজ বিচিত্র,
হঠাৎ হঠাৎ করছে কাবু আঘাতে!
পক্ষে আছেন উগ্র সেনের দৌহিত্র,
জীবন যুদ্ধের শেষ পরিনাম তাঁর হাতে।

No comments:

Post a Comment