Sunday, 30 May 2021

প্রার্থনা - অমৃত বর

মানব একমুঠো অক্সিজেনের অভাবে 
আজ হাসপাতালের বিছানায় এপাশ ওপাশ করছে।
অথচ  ইলেক্ট্রনিক পাখায় বাতাসের ঝড়,
আর জানালার কাঁচে আঁচড়ে পড়ছে,
দেশান্তর থেকে আসা মারন ভাইরাস করোনা।
মানবজাতির খুব প্রয়োজন একটি অক্সিজেনের বোতল।
কিন্তুু বৃক্ষ ছেদনে পরিবেশ থেকে হারিয়ে গিয়েছে অক্সিজেন।
পরে রয়েছে মৃত মানবের শরীরে কার্বনের অস্থি।

মৃত্যুদূত করোনা বন্ধ দরজায় কড়া নাড়ে,
আর বলে আজ কোথায় পাবি অক্সিজেন?
দরজা খোলার অপেক্ষা করেনা,
নিজেই  খুব কাছে এসে বসে,
মাথায় হাত বুলিয়ে দিতে থাকে,
বলে আমি মানব শরীরে বাসা বাঁধবো।
মানব শরীর  ক্ষতবিক্ষত করার আমার যে বড্ড সাধ।
দীর্ঘ সময় অতিক্রম করে আজ যে সুযোগ পেয়েছি,
মানবীর শ্বাসনালীতে আমার বাসা গড়ার।
কেননা বিশ্বের বুক থেকে মলিন হয়ে গেছে অক্সিজেন।
যমরাজ আজ আমায় পাঠিয়েছে , 
বিশ্বের বুক থেকে মানবজাতির প্রাণ হরণ করার জন্য।

মানব-জাতি শান্তিতে শেষবারের মতো চোখ বন্ধ করে,
আজ যে বড্ড অক্সিজেন-এর অভাব।
মৃর্তুর আগে উপলব্দি জুড়ে ভয়ংকর সত্যর উপস্থিতি।।
 ক্ষণিকের মায়া ভুলে চিরদিনের চিরসত্যের কাছে হার মেনে।
মানব আজ আলিঙ্গন করছে মৃত্যুকে।
হে মানব জাতি ,
আমাদের সব ভুল শুধরে নিতে হবে নিজের হাতে ।
চলো সবাই মিলে ধরণী-মাতার বুকে ,
আজ বৃক্ষ রোপণ করি।
পরিবেশ কে সবুজের আভায় আবার অঙ্কন করি।
ধরণী মাতার হাতে আমরা তুলে দিব অক্সিজেন।
মাগো তুমি পূর্বের মতো মানুষকুলকে রক্ষা করো।
সকল মানব জাতি কোভিড-১৯ নিধনকারী যজ্ঞ করবে,
সকলে একই মন্ত্রে বলবে চিরতরে বিনাশ হোক মারণ ভাইরাস করোনা।
মাগো তুমি আদর্শ অস্ত্র হাতে কভিড-১৯ কে নিধন করো।
প্রার্থনা রাখি মা তুমি আবার মানবকূলকে  রক্ষা করবে।

@ মালদা 
-----------------------------------------

No comments:

Post a Comment