এই দেশকে জেনেছি আমি আমার মায়ের মত,
এই দেশেতে যুগ যুগ ধরে বর্গী এসেছে কত।
জুলুম শোষণ করেছে তারা আমার এদেশ নিয়ে,
নীল চাষ তারা কত যে করেছে কৃষকের কষ্ট দিয়ে।
এরপর এলো শোষণ জান্তা জুলুম বাড়লো আরো,
এই বাঙালী বীরের জাতি ভয় পাই বলো কারো।
আমার নেতা বঙ্গবন্ধু দিলেন মহান ডাক,
সকল বাঙালি এবার জাগো শত্রু নিপাত যাক।
বীরের জাতি জাগলো সেদিন শত্রুরা পেলো ভয়,
করলো তারা মাথা নত শেষে আমরা পেলাম জয়।
সেদিন থেকে এদেশটাকে মায়ের মত ভাবি,
দেশের কাছে তাইতো আছে আমার যত দাবি।
বাংলাদেশ
No comments:
Post a Comment