ভোগাসক্তি লোভ জন্মদাতা ভবে
তীব্র আকাঙ্ক্ষার তরী ,
তম গুনে আসক্ত হয়েছি মোরা
নিজেই নিজের অরি ।
ত্যাগের ভাবনা স্বত্তগুণে রয়
আশ্চর্যের কিছু নাই ,
ত্রিগুণে জগৎ চলে নিত্যদিন
দোষ গুণ সবটাই ।
ভোগের পরে ত্যাগ তাড়না দেয়
আদ্যোপান্ত অনুমান ,
অজ্ঞের ভিড়ে বিজ্ঞ অসহায়
চাইছেন পরিত্রাণ ।
চাহিদা বেড়েছে যুগ বিবর্তনে
স্বার্থ যেখানে অধরা ,
নারী যেখানে ভোগের বিজ্ঞাপন
মগ্ন হয়েছে পসরা ।
কোষাগার শূন্য হয়েছে সংসারে
বারবনিতার লোভে ,
নিস্ফল ক্রন্দনে মাতেন রমণী
বিপথ গামীর ক্ষোভে ।
ত্যাগ আগে রক্তরোষ ক্ষয়ে শেষে
বয়সের যায় অস্ত ,
মহিমা তখন শীত ঘুমে ব্যস্ত
ত্যাগের দুয়ারে ন্যস্ত ।
শৈশবে করিয়া ব্যয় উদ্দীপক
যৌবনে আজ কাঙাল ,
সামনে ভবিষ্যৎ করিছে কেলি
বৈরাগ্য হলো নাকাল ।
--------------------------------------------------
No comments:
Post a Comment