Wednesday, 28 October 2020

ভয়েস সাহিত্য পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন



মহাষষ্ঠীর পূন্যলগ্নে শ্রী বিজয় সরকার ও শ্রী মনোয়ার হুসেন মহাশয়ের সম্পাদনায়  ভয়েস সাহিত্য পত্রিকার প্রথম ডিজিটাল শারদীয়া সংখ্যা ১৪২৭ এর মোড়ক উন্মোচিত হল অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে।  এপার বাংলা ও ওপার বাংলার  প্রায় এক শতাধিক কবি, লেখক, লেখিকা,  চিত্র-ভাস্কর্যশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা, চিত্রকলা ও ভাস্কর্যশিল্পে নব কলেবরে সুসজ্জিত হয়ে উঠেছে ভয়েস সাহিত্য পত্রিকা। পত্রিকাটি রায়গঞ্জ থেকে প্রকাশিত।  

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সভাপতি শ্রদ্ধেয় মোঃ রফিকুল আনোয়ার মহাশয় এবং আমাদের এপার বাংলার বিশিষ্ট কবি ও সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় শ্রী সুকুমার সরকার মহাশয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সাধারন সম্পাদক মাননীয় ডঃ মহীতোষ গায়েন মহাশয় এবং বিশিষ্ট কবি ও সমাজসেবী মাননীয় শ্রী সূরজ দাশ মহাশয় এবং সর্বোপরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ কবি ও সমাজসেবী বঙ্গরত্ন মাননীয় শ্রী বিশ্বনাথ লাহা মহাশয়। 
      (বঙ্গরত্ন শ্রী বিশ্বনাথ লাহা মহাশয়) 

    (মোঃ রফিকুল আনোয়ার মহাশয়)

     (বঙ্গরত্ন শ্রী সুকুমার সরকার মহাশয়)

   (ডঃ মহীতোষ গায়েন মহাশয়)  

     সূরজ দাশ মহাশয়) 

      শ্রী গুরুদাস বিশ্বাস মহাশয়ের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত,  বিশিষ্ট অতিথিগনের বক্তব্য, আবৃত্তিতে আল্পনা কুন্ডু, যাদব চৌধুরী , আভা সরকার মন্ডল, বৃষ্টি কংসবনিক, রিয়া রায়ের নৃত্য এবং পরিশেষে সভাপতি মহাশয়ের বক্তব্য ও অনুষ্ঠান আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন শ্রী বিজয় সরকার ও  শ্রীমতি অহনা রায় চৌধুরী। 

কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সভাপতি শ্রদ্ধেয় মোঃ রফিকুল আনোয়ার মহাশয় জানান " দুই বাংলা মধ্যে সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে ভয়েস সাহিত্য পত্রিকা তথা ভয়েস সংগঠন সুদূরপ্রসারী ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। পত্রিকার সম্পাদক দ্বয় বলেন " করোনা আবহে মানুষের সৃষ্টিশীলতাকে উৎসাহ দিতে এবং সাহিত্য-সাংস্কৃতিকে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের মানবিক কর্তব্য। অনুষ্ঠানের শ্রদ্ধেয়  সভাপতি বঙ্গরত্ন শ্রী বিশ্বনাথ লাহা মহাশয় বলেন " তারুণ্যে ভরপুর "ভয়েস সংগঠন" যেভাবে নিরলস ও নিষ্ঠার সাথে মানুষের স্বার্থে কাজ করে চলেছে তা ভবিষ্যৎ নব প্রজন্মের কাছে পাথেয় হবে। 

   "ভয়েস সাহিত্য পত্রিকা তথা ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠনে যারা নিঃস্বার্থভাবে নিরলস কাজ করে চলেছেন তারা হলেন ভয়েস সংগঠনের সভাপতি শ্রী বিজয় সরকার, সম্পাদক শ্রী চন্দন মহন্ত, সহ-সম্পাদক শ্রী মনোয়ার হুসেন,  উপদেষ্টামন্ডলী  শিপ্রা দেবনাথ, গুরুদাস বিশ্বাস, গোলাপ সিংহ, ধীমান দাস এবং পরিচালক সদস্য   উৎপল সরকার, বৃষ্টি কংসবনিক, প্রিয়তমা ঘোষ, মৃত্যুঞ্জয় কর, অহনা রায় চৌধুরী, সত্যব্রত ধর, বিশ্বপ্রিয়া সাহা, জীবন বর্মন ও পলাশ সরকার প্রমুখ। ভয়েস সংগঠনের মুখ্য পরিচালক চন্দন মহন্ত মহাশয় বলেন " মানুষের মধ্যেকার সুপ্ত প্রতিভাকে জনসমক্ষে তুলে ধরা ও সকলের মধ্যে জনসচেতনতা গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

No comments:

Post a Comment