বড় হয়ে সোনা কি হবে আমার,
উকিল নাকি ডাক্তার ।
বাবা বলে ওরে লেখা পড়া করে,
মানুষ হয়োনা সস্তার ।।
এ যুগের হাওয়া বড়ই দূষিত,
আছে যে কি কার ভাগ্যে ।
আদর স্নেহের বাছাই যখন, লাগে না হোমে ও যজ্ঞে।।
লেখা পড়া করে বিদেশ বিভুঁয়ে,
চাকরিতে যায় চলে।
মায়ের স্নেহের,বাবার আদর,
পিছে রেখে যায় ফেলে।।
অনেক টাকা রোজগার করে
লাভটা বল কি আছে?
যদি আসল সময় সন্তানকে
বাবা মা পেলোনা কাছে ।।
আশায় আশায় দিন চলে যায়,
পায় যদি তার ছোঁয়া ।
পরের হাতের সেবায় তাঁদের
আশা হয়ে যায় ধোঁয়া ।।
অল্প টাকার বিনিময়ে যদি,
কাছে কাছে থাকা যায় ।
তবেই তো তার আসল শিক্ষা,
মানুষ এমনই চায়।।
----------------------------------------
No comments:
Post a Comment