Wednesday, 20 January 2021

নিলাম -- সুব্রত মিত্র



জাত আর বংশের কাছে আমি ধ্বংস হলাম
সময়ের কাছে নিতে এসে আশ্রয় হলাম নিলাম,
নিলাম হয়ে গেল আত্মস্বত্বা
নিলাম হয়ে যায় চৌহদ্দির মধ্যিখানের সেই একাত্বতা,
আমি ছিলাম নিলামের স্বিকারী
নিলামের কীর্তন দেখবো বলে-
আমাকে দেখেও ফেলে রেখে গেছে বিশ্ব মহামারী।

তবে ওজনের দরে কেউ আমায় নিলাম করো না
আমি নিজেকে নিলাম করতে চেয়েছি
তবু নিজেকে বিক্রি হতে দেবো না,
মৃদু হেসে চলে যায় জনরাজ্যের মিথ্যে চেতনা
ক্ষুধার কৌতূহল পথ হাঁটে একা নেই তার ঠিকানা।

আমি এক আড়ম্বরের সূচক রূপ
ছদ্মবেশ আমার শ্রেয়
নৈবেদ্য নেই যার;আছে তার বহুরূপ
নিলাম হয় সপ্ত সুরের এই মহাকাল
প্রেম জ্বলেনি বুকে;জ্বলেনিতো কোন আলো

জীবন গিয়েছে দুঃখে
সরল অর্পণ হয়নি সমাপন,
নিলাম হতে হবে চুক্তির আগে
চুক্তির আগেই হবে আমার গমন।
বন্ধন;ক্রন্দন;সুপ্ত সমাগম
নিলামের জীবনই আমার আপন।


Copyrights@ S Mitra 
--------------------------------------------------------------
   Voice Literary Cultural Blog 
         Editor - Bijoy Sarkar 
 Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


 

No comments:

Post a Comment