Tuesday, 30 March 2021

আবির্ভূতা - বর্ণালী রায়


 হনহন করিয়া দখিনা হাওয়া
 ছুটিয়া আসিয়া মোর হৃদয় চুর করিয়া
 কোন অন্তে মিলিয়া গেলো।
 বৃক্ষশাখা শনশন করিয়া
 কিছু কহিয়া গেল।
 পায়ের মল ছনছন ছনছন
 করিয়া পুলকিত হইয়া উঠিল।
 এ কি হইলো এ কী হইলো বুঝিতে পারিলাম না
 কেন এমন হইল তাও তো বুঝিলাম না!
 লক্ষ বছর হইল অকূলে ভাসিয়া  গিয়াছি
 কেহ তাহা না জানিয়াছে....
 তবে,অপেক্ষা কি মোর ঘুচিয়াছে?
 কেহ কি আসিয়া পোড়া কপালে মোর জুটিয়াছে?
 সাতিশয় শোকাভিভূত হইয়া
 নিরতিশয় আকুলতা প্রদর্শন করিতে
 ব্যস্ত হইয়া পরিলাম।
 উৎকন্ঠিত হইয়া বলিয়া উঠিলাম...
 কেহ কি আসিয়াছো???
 প্রবঞ্চনা বাক্যে সান্তনা প্রদানের চেষ্টায়
 কিছু আভাস দিয়া গেল পক্ষীরা।
 মনে আর অনুমাত্র আশঙ্কা রহিল না,
 অতঃপর আবির্ভূত হইল এক মনোহর মূর্তি।
 আহা্ কি চমৎকারিণী চিত্ততারিণী ||


--------------------------ল--------------------------
        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

5 comments:

  1. বাঃ, বেশ সুন্দর!

    ReplyDelete
  2. Replies
    1. তোর কবিতাটি পড়ে খুব ভালো লাগলো, মনে যেন কবি কবি ভাব জেগে উঠল ,কবি হতে চেয়েছিলাম, কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে গেলাম|

      Delete