Wednesday, 20 October 2021

স্মৃতির পাতায় - মিঠুন সরকার



চোখ মেলা ভোরে 
সেই পাখির কলতান 
আপন ছন্দে গেয়ে যায় 
নদী তার গান, 
কোন সে দিক হারানো 
মিষ্টি মাতাল হাওয়া, 
মেঘ শূন্য আকাশ মাঝে 
নিজেকে  খুঁজে পাওয়া !
হরিদ্রাভ ঈষৎ আলোয় 
বৃক্ষরাজের স্নান, 
হেডফোনে বেজে ওঠা 
পুরোনো দিনের গান, 
এসব কিছুই স্মৃতির পাতায় 
ব্যস্ত দিনের মাঝে 
আপন সুরে কভু কভু 
হৃদয় কোণে বাজে !

No comments:

Post a Comment