মাঝে মধ্যেই কঠিন ভাষা প্রতিবাদের রূপ নেয়,
আমরা যারা অনুর্বর পতিত জমিতে অখ্যাত চাষি,
অলঙ্কার বিহীন কমদামী কলমে শব্দ চাষ করি,
জানিনা জনসমক্ষে স্বীকৃতি স্বরূপ কতটুকু প্রাধান্য পায়!
তবু একটা শব্দ খরচ করতেও রাজি নয়??
যারা ধর্মের নামে ভাঙচুর লুন্ঠন বলাৎকার করে,
তারা কোনো ধর্মাবলম্বী হতে পারেনা,নরকের কীট।
স্বার্থের সুযোগ সন্ধানী সমাজের পাঁজরে লুকিয়ে থাকে,
ধর্মের দোহাই আখেরে বাসনার চরিতার্থ দেয় ইন্ধন,
বিভিন্ন জায়গায় চলে অগ্নিসংযোগ ধ্বংসের যজ্ঞলীলা,
প্রচ্ছন্ন প্রশাসনের মদতে একই হুঁকোয় তামাক সেবন।
সমস্যা জিইয়ে সহানুভূতি আদায় শাসকের এক কৌশল,
বিপদে কুলুপ এঁটে দেখ আন্তর্জাতিক মানবাধিকার দল।
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যে বিনষ্ট করে বীরত্ব দেখায়,
কলঙ্কিত দেশাত্মবোধ বিশ্বে মানবতার মাথাহেঁট লজ্জায়।
জাতিগত দাঙ্গা খুন জখম ধর্ষণের ইতিহাস পড়েছি,
বহু মিছিল কবিতার বহর তদন্তের দীর্ঘসূত্রতা দেখেছি।
পানা পুকুরে ঢিল আবার সহবস্থান মশাদের চাষ,
ধর্মের ধ্বজাধারী মুখোশ এঁটে বিভেদের সম্প্রীতিতে বিশ্বাস।
No comments:
Post a Comment