Sunday, 24 October 2021

এসো - গাই জীবনের গান - নূপুর আঢ‍্য


 
লুন্ঠিত,রক্তাক্ত আজ মানবিকতা হচ্ছে অবক্ষয়,
পৈশাচিক উল্লাসে ধর্মান্ধরা করছে নৃত্য।
দেশের দশের ওরা বিভীষিকা,নরকের কীট,
ধর্মের আড়ালে আপন ধর্ম করছে কালিমালিপ্ত।

সকল ধর্মের মন্ত্র -- প্রেম ভালোবাসা,
মানুষের কাছে আসা,পাশে থাকা,
বন্ধুত্ব,সহমর্মিতা,মানবিকতা,শুদ্ধতা,
ন‍্যায়ের সাথে অপর ধর্মকে সম্মান জানানো।

এসো শুভবুদ্ধিসম্পন্ন প্রতিটি মানুষ,
কতিপয় পামরদের করে প্রতিহত,
ওদের ঘৃন্য আচরণ করে নির্মূল,
সত‍্য শিব সুন্দরের হই পূজারী।

মানুষের জন্য ধর্ম,মানুষের হিতার্থে 
মানুষ হয়েছে ধর্মের অনুশাসনে আবদ্ধ।
এসো হিন্দু,এসো মুসলমান,এসো শিখ খৃস্টান,
সৌহার্দে হই মিলিত,গাই জীবনের জয়গান।

No comments:

Post a Comment