মানবতার অবক্ষয় আদিম যুগ থেকেই
মানুষের মধ্যে এক প্রগাঢ় অবস্থানে বিদ্যমান।
স্বার্থ ক্ষুণ্ণ হলেই মানুষের আদিম হিংস্র রূপ হয় প্রতীয়মান।
রক্ত লোলুপ হিংস্র জানোয়ারের থেকে হয়ে উঠে হিংস্র ও ভয়ংকর
দাঙ্গা খুন রাহাজানি সব কিছুই যেন মানবের জন্মগত অলংকার
"মানুষ মানুষের জন্যে" এই কথাটা বর্তমান যুগে সম্পূর্ণ ভাবে নয় প্রজোয্য
কারো প্রতি কেউ করে না সমব্যবহার ন্যায্য।
আর্য অনার্য মুঘল পাঠান সকলেই মানব সভ্যতা বিকৃতিকরণ।
মানব ইতিহাস রচিত হয় অঝোর ধারায় হয় মানবের রক্তক্ষরণ
সকলের অন্তরে যেন প্রজ্জ্বলিত এক লেলিহান শিখা
যার পরিসমাপ্তির ইতিহাস রক্ত দিয়ে হয় লেখা।।
No comments:
Post a Comment