মুসলমানের সজ্ঞা জানো-
কাকে বলে মুসলমান?
মুসলমান তাদেরই বলে-
বিশ্বে যারা শান্তি চান।
নয় সে মুসলিম, নয় সে হিন্দু,
নয় সে বৌদ্ধ বা খ্রস্টান,
সকল ধর্মের, সকল জাতির
প্রতি যাদের টান সমান।
তবে কেন মাটির দেহের
প্রাণকে নিয়ে এতো রাগ!
মাটির দেহ খুন করলে কি,
লাগেনা কলংকের দাগ?
যে মাটি- মা শেষ ঠিকানা,
তাকেই যদি ভেঙ্গে দাও,
কেমন করে মানতে পারি,
তোমরা কারো শান্তি চাও?
তোমরা যাদের করছ আঘাত,
তারা কি সব মানুষ নয়?
মানুষ মেরে হয় কখনো,
ধর্ম কিম্বা জাতির জয়?
মানুষ হয়ে মানুষ মারো,
ভাবোনা কে আপনজন,
সব মানুষ আজ মরে গেলে,
কাকে নিয়ে কাটবে ক্ষণ?
No comments:
Post a Comment